পেশিবহুল সুঠাম শরীর। তাতে অঙ্কিত নানা ডিজাইনের ট্যাটু। পরনে হলুদ-নীল রঙের ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি। কানে দুল, কপালে টিকলি। গলায় শোভা পাচ্ছে ভারী ভারী গহনা। নববধূর চোখ-মুখ থেকে ঠিকরে পড়ছে উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় এক যুবতীকে।
পেশিবহুল সুঠাম শরীরের নারীকে বধূবেশে দেখে বিস্মিত নেটিজেনরা। কারণ বিয়ে মানেই ঝলমলে সাজ, ঐতিহ্যবাহী পোশাক আর নতুন লুক। কিন্তু বডিবিল্ডার নারীর ভিন্ন লুক বিস্ময় জাগিয়েছে। নেটিজেনরা তাকে ‘বডিবিল্ডার বউমা’ বলে সম্বোধন করছেন; যা নিয়ে চলছে জোর চর্চা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বডিবিল্ডার এই নারীর নাম চিত্রা পুরুষোত্তম। দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজকে বিয়ে করেছেন তিনি। নববধূর সাজে ব্রাইডাল ফটোশুট করেন। তারই ভিডিও এবং স্থিরচিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।
বিয়ের দিন চিত্রা পরেছিলেন হলুদ-নীল রঙের ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি। তার এই সাজে ছিল চমক। শাড়ির সঙ্গে কোনো ব্লাউজ পরেননি। এই সিদ্ধান্তের পেছনে ছিল তার স্পষ্টবার্তা। তা হলো— পরিশ্রম করে গড়া সুঠাম শরীরকে গর্বের সঙ্গে তুলে ধরা। ছবি ও ভিডিওতে চিত্রার আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী লুক সকলের নজর কেড়েছে।
ভারতের কর্নাটকের মেয়ে চিত্রার ফিটনেসের প্রতি নিজের নিবেদন বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। সুঠাম বাহু, দৃঢ় শরীর, সুগঠিত ফিগার তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণকে তুলে ধরেছে। সমাজের প্রচলিত সৌন্দর্যের সংজ্ঞাকে ভেঙে, নিজের শরীরকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন এই নারী।
চিত্রা বহু সুন্দরী প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। এর মধ্যে ‘মিস ইন্ডিয়া ফিটনেস’, ‘মিস ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’, ‘মিস কর্ণাটক’, ‘মিস বেঙ্গালুরু’সহ একাধিক খেতাব জয় করেছেন তিনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়। খবর হিন্দুস্তান টাইমসের
এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’
আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।