গাজায় ক্যানসার হাসপাতাল গুঁড়িয়ে দিল ইসরায়েল, আরও এলাকা দখলের নির্দেশ কাৎজের
Published: 22nd, March 2025 GMT
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শুক্রবার তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এটি গাজায় ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দেশটির সামরিক বাহিনীকে ‘গাজা উপত্যকায় আরও এলাকা দখল করে নেওয়ার’ নির্দেশ দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি হুমকি দেন, হামাস যদি বাকি জিম্মিদের মুক্ত না করে, তবে গাজার কিছু অংশ স্থায়ীভাবে দখল করে নেওয়া হবে।
হাসপাতালে হামলা নিয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন। তাই সেখানে হামলা চালানো হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। আল-জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম ওই ভিডিও প্রকাশ করেছে। আল-জাজিরার প্রতিবেদনের তথ্য, নেতজারিম করিডর সম্প্রসারণ করা এবং আরও বাফার জোর (সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল) প্রতিষ্ঠায় হাসপাতালটিতে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া গতকাল ইসরায়েলি বাহিনী বুলডোজার চালিয়ে আরও আবাসিক ভবন আর কৃষিজমি ধ্বংস করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে আল-জাজিরা।
আরও পড়ুনইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ২২ ঘণ্টা আগেগাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে সামরিক বাহিনীর বরাতে বলা হয়েছে, হাসপাতাল ভবনটি এক বছরের বেশি সময় ধরে চিকিৎসার কাজে ব্যবহার হচ্ছিল না। সেখান থেকে হামাসের সদস্যরা কার্যক্রম চালাচ্ছিলেন।
এ হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবিসির খবরে গাজায় স্থল অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী গাজায় ‘ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে’ স্থল অভিযান চালিয়ে যাবে।
আরও পড়ুনগাজায় কেন আবার হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল ২১ মার্চ ২০২৫ধারণা করা হচ্ছে, গাজায় জিম্মি থাকা ৫৯ জনের মধ্যে এখন ২৪ জন বেঁচে আছেন। যদিও যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ার পর তাঁদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।
গত জানুয়ারিতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত সপ্তাহে নতুন করে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরু করা হয় স্থল অভিযান। হামলা-অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হন। আর এর মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যত ভেস্তে যায়।
ইসরায়েল কাৎজ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব দেওয়া গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে তাঁর দেশ।
আরও পড়ুনযুদ্ধেই জন্ম শিশুর, যুদ্ধেই শহীদ২০ মার্চ ২০২৫আরও পড়ুনইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন নেতানিয়াহু২০ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি