সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, পুলিশের গাড়ির কাচ ভাঙচুর
Published: 23rd, March 2025 GMT
ঢাকার অদূরে সাভারে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার ঢাকা-আরিচা ও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় প্রায় পাঁচ হাজার ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিকে বেলা তিনটার দিকে অভিযানের একপর্যায়ে উপজেলার আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালাতে গেলে ফুটপাতে বিভিন্ন পণ্যের ব্যবসায়ীসহ একদল লোক বাধা দেন। তাঁরা ইটপাটকেল ছুড়ে পুলিশের দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে সেখান থেকে চলে যান অভিযানকারীরা। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে সাভার উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
প্রশাসন ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনী, ঢাকা জেলা পুলিশ, সংশ্লিষ্ট থানা–পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পরে পর্যায়ক্রমে সাভার বাসস্ট্যান্ড এলাকা, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) ও বলিভদ্র এলাকায় অভিযান চালানো হয়।
মহাসড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় সাভার উপজেলা প্রশাসন। আজ রোববার দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//