স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল মাঠে নেমেছিল ১০ ওভারের ক্রিকেটে। তাতে মিলনমেলা বসেছিল মিরপুর শের-ই-বাংলায়।

আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপির মতো কিংবদন্তি ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন।

ম্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ লাল দল। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লাল দল ১০ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ সবুজ দল ৫ উইকেটে ৮৩ রান করে।

আরো পড়ুন:

বড় জয়ের আগেই বিশ্বকাপে আর্জেন্টিনা, ঝুলে আছে ব্রাজিল

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

ম্যাচে রান করেছেন  লাল দলের ওপেনার মেহরাব হোসেন অপি। ২০ বলে ৩৫ রান করেন তিনি। আরেক ওপেনার হান্নান সরকার ১১ বলে ২৫ রান করেন। এছাড়া ফয়সাল হোসেন ডিকেন্স ১৭ ও আব্দুর রাজ্জাক ১১ রান করেন।

বল হাতে সবুজ দলের হয়ে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও মুশফিক বাবু ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন তালহা জুবায়ের। ২৫ রান আসে মোহাম্মদ রফিকের ব্যাট থেকে। শাহরিয়ার নাফিস ৫ ও জাভেদ ওমর ৬ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেহরাব হোসেন অপি।

ম্যাচ শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন, ইফতেখার আহমেদ মিঠু, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ম্যাচ রেফারি রাকিবুল হাসান পুরস্কার তুলে দেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ