গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ্যে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ‘বিশ্বশান্তির’ জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন যুক্তরাষ্ট্রের।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটি কেবল যুক্তরাষ্ট্রের শান্তির বিষয় নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার প্রশ্ন।’ খবর আলজাজিরার

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শুধু নিজেদের কথা ভাবছি না, আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি। যদি যুক্তরাষ্ট্র নেতৃত্ব না নেয়, তবে চীন ও রাশিয়া সেই সুযোগ গ্রহণ করবে। তাই গ্রিনল্যান্ডের মতো কৌশলগত অঞ্চল আমাদের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন।’

ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, তার স্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা একদিনের সফরে গ্রিনল্যান্ডের মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

ভ্যান্স বলেন, ‘আমি আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের নেতৃত্ব না থাকলে চীন ও রাশিয়া সেই শূন্যস্থান পূরণ করবে।’

ভ্যান্স আরও বলেন, ‘আমরা গ্রিনল্যান্ডের জনগণের সমালোচনা করছি না। তারা অসাধারণ মানুষ এবং তাদের বিশাল সম্ভাবনা রয়েছে। তবে, ডেনমার্কের নেতৃত্ব গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করেনি। এটি অবশ্যই পরিবর্তন করতে হবে। আমাদের নীতি হলো, এই পরিবর্তন নিশ্চিত করা।’

এই সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সও উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে তারা মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প প্রশাসন আগেও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছিল। ২০২৫ সালের শুরুর দিকে এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তারা কৌশলগত পদক্ষেপ নিতে পারে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মানুষের ‘দ্বিতীয় ঘুম’এর যুগ সম্পর্কে কতটা জানেন

তেলের বাতি, গ্যাসের বাতি এবং বৈদ্যুতিক বাতি ক্রমে সভ্যতায় যোগ হয়েছে। এর আগে মানুষ প্রাকৃতিক আলোর সঙ্গে মানিয়ে জীবন যাপন করতো। প্রাক-শিল্প যুগের সমাজে ‘দ্বিতীয় ঘুম’-এর অভ্যাস ছিলো মানুষের। 

দ্বিতীয় ঘুম বলতে ঐতিহাসিকভাবে প্রচলিত এমন এক ধরনের ঘুমের ধরণকে বোঝায়, যেখানে মানুষ রাতে একটানা আট ঘণ্টা না ঘুমিয়ে ঘুমকে দুটি ভাগে ভাগ করে নিত। একে দ্বি-পর্যায়ের ঘুম বা খণ্ডিত ঘুম বলা হয়। দেখা যেত যে— সূর্যাস্তের কিছুক্ষণ পর মানুষজন বিছানায় যেত এবং প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমাত। 

আরো পড়ুন:

রক্তস্বল্পতা দূর করতে এই শাক খেতে পারেন

টানা ৬ মাস রাতের খাবার দেরিতে খেলে যা হয়

প্রথম ঘুমের পর তারা প্রায় এক ঘণ্টা জেগে থাকত। এই সময়ে বাড়ির হালকা কাজ করা, প্রার্থনা করা, পড়াশোনা করা, প্রতিবেশীদের সাথে গল্প করা বা অন্তরঙ্গ কার্যকলাপে লিপ্ত হওয়ার মতো কাজগুলো করতো।

তারা আবার বিছানায় ফিরে যেত এবং ভোরের আলো ফোটা পর্যন্ত আরও ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমাত, যাকে ‘দ্বিতীয় ঘুম’ বা ‘ভোরের ঘুম’ বলা হত।

গত দুই শতাব্দী ধরে সামাজিক জীবনে আসা পরিবর্তনের কারণে মানুষের দ্বিতীয় ঘুমের অদৃশ্য হয়ে গেছে। যেসব কারণে মানুষ দ্বিতীয় ঘুমের অভ্যাস হারিয়ে ফেলেছে, তার একটি হলো ‘কৃত্রিম আলো ব্যবহার।’
১৭০০ এবং ১৮০০ এর দশকে, প্রথমে তেলের বাতি, তারপর গ্যাসের আলো এবং অবশেষে বৈদ্যুতিক আলো রাতকে আরও ব্যবহারযোগ্য করে তুলেছে। ফলে রাতও মানুষের কাছে জাগ্রত সময়ে পরিণত হতে শুরু করে। 

সূর্যাস্তের কিছুক্ষণ পরে ঘুমাতে যাওয়ার পরিবর্তে, মানুষ প্রদীপের আলোতে সন্ধ্যা পর্যন্ত জেগে থাকতে শুরু করে। জৈবিকভাবে, রাতে উজ্জ্বল আলো আমাদের অভ্যন্তরীণ ঘড়িগুলোকে (আমাদের সার্কাডিয়ান ছন্দ) পরিবর্তন করে এবং কয়েক ঘণ্টা ঘুমের পরে আমাদের শরীরকে জাগ্রত করার প্রবণতা কমিয়ে দেয়। 

ঘুমানোর আগে সাধারণ ‘ঘরের’ আলো মেলাটোনিনকে দমন করে এবং বিলম্বিত করে। শিল্প বিপ্লব কেবল মানুষের কাজ করার পদ্ধতিই নয় বরং তারা কীভাবে ঘুমায় তাও বদলে দিয়েছে। 

২০১৭ সালে বিদ্যুৎবিহীন মাদাগাস্কান কৃষি সম্প্রদায়ের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে লোকেরা এখনও বেশিরভাগ সময় দুই ভাগে ঘুমায়, প্রায় মধ্যরাতে ঘুম থেকে ওঠে।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ