৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক, তাজুল ইসলাম (৫৪) এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বিয়াজুল ইসলাম। 

সোমবার (৩১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মো. রিয়াজুল ইসলাম বলেন, তাজুল ইসলাম ছিলেন বিএনপির নিবেদিত প্রান, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।

তার এ চলে যাওয়ায় বিএনপি জাতীয়তাবাদী শক্তির একজন পরীক্ষিত সৈনিক হারালো। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে আমরা আমরা  গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় মো.

রিয়াজুল ইসলাম আরও বলেন, নিহত তাজুল ইসলামের পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

উল্লেখ্য, সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন তাজুল ইসলাম। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন।  
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ত জ ল ইসল ম ব এনপ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ