সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
Published: 2nd, April 2025 GMT
সাতক্ষীরার আশাশুনিতে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) ভোররাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৫) ও জাফর খাঁর ছেলে টিটু খাঁ (৩৩)।
এর আগে, গত সোমবার ঈদের রাতে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে একসঙ্গে মদপানে করেন। পরদিন অসুস্থ হয়ে পড়েন ১১ জন। এর মধ্যে, আজ দুজন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকি চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা.
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, ‘‘মদপানে মৃত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শাহীন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।