গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার রফিকুল ইসলাম মুরগী ব্যবসায়ী।

এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুর নানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫২) কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সরকার পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মোকলেসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে মুরগীর ব্যবসা করতেন।

শিশুর পরিবারের সদস্য ও মামলার অভিযোগে জানা যায়, কালিয়াকৈরের আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানে সোমবার দুপুরে মুরগী ক্রয় করতে যায় ১০ বছরের এক মেয়ে শিশু। এসময় মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
 
এ সময় ওই শিশুর ডাকা-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রফিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ