পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতিতে অমলিন এক উৎসবের নাম। নানা উৎসব আয়োজনের পাশাপাশি নববর্ষের প্রথম দিনে নতুন পোশাক পরার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। উৎসবের এসব পোশাকে থাকে বাঙালিয়ানার ছাপ।
যে কোনো উৎসব-পার্বণে বাঙালি নারীর পছন্দের পোশাক শাড়ি। বৈশাখ হলে তা আরও বেড়ে যায়। প্রতি বৈশাখেই তাই বাহারি শাড়ির পসরা সাজায় ফ্যাশন হাউসগুলো। শাড়ির সুতায় বা জামদানিতে ফুটে ওঠে একটি শাশ্বত রীতি, যা অতীতের গাঁথুনি আর বর্তমানের চেতনা একত্র করে। বাহারি রঙের শাড়ির উজ্জ্বলতা, কোমলতা– সবকিছু যেন নতুন কিছু শুরুর আহ্বান জানায়।
অন্যদিকে পহেলা বৈশাখে ছেলেরা নিজেদের সাজায় পাঞ্জাবির সাজে। আজকাল শুধু লাল-সাদা নয়, অন্যান্য উজ্জ্বল রংও প্রাধান্য পায় পাঞ্জাবিতে। বেলবুট, কুর্তা এবং ধুতি-চাদর পরিধানে পহেলা বৈশাখে পুরুষদের চেহারায় ফুটে ওঠে এক চিরন্তন সৌন্দর্য।
যদিও বৈশাখের পোশাকের মধ্যে ঐতিহ্যিক শাড়ি এবং পাঞ্জাবির জনপ্রিয়তা অটুট, তবে আধুনিক সময়ের স্পর্শেও বৈশাখের পোশাকে নতুনত্ব এসেছে। ফিউশন স্টাইলের পোশাক এখন অনেকের কাছে প্রিয়। নারীরা এখন শাড়ির সঙ্গে পরছেন আধুনিক ব্লাউজ অথবা ফতুয়া, কুর্তার সঙ্গে লেহেঙ্গা। আবার ছেলেরা পাঞ্জাবি, কুর্তা এবং চমৎকার কটন বা সিল্কের শার্টের সমন্বয়ে এক নতুন সাজে নিজেদের রাঙাচ্ছেন। সেই সঙ্গে নিত্যনতুন ডিজাইন, প্রিন্ট এবং বৈশাখী পোশাকের রঙের মিশেল পোশাকশিল্পে এক ভিন্ন মাধুর্য নিয়ে এসেছে।
বৈশাখের পোশাকে রঙের প্রতি সবার আলাদা আকর্ষণ থাকে। বৈশাখ মানেই অনেকের কাছে লাল-সাদা পোশাকের বাহার। তবে ফ্যাশনবোদ্ধাদের অনেকে এখন এ ট্রেন্ড থেকে বেরিয়ে এসেছেন। কেউ একরঙা আবার কেউ নানা রঙের বর্ণিল পোশাক রেখেছেন পছন্দের তালিকায়। লাল-সাদার পাশাপাশি হলুদ, বেগুনি, কমলা, মেরুন, নীল, সবুজ, গোলাপি, বাদামিসহ প্রায় সব রংই প্রাধান্য পাচ্ছে বৈশাখী পোশাক তৈরিতে।
ফ্যাশনবোদ্ধাদের মতে, গত কয়েক বছর পহেলা বৈশাখ রোজার সময়ে হওয়ায় উৎসবের আমেজে ভাটা ছিল। এবার প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় নববর্ষকে ভিন্ন আঙ্গিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে বলে ফ্যাশনপ্রেমী বাঙালিরা অপেক্ষার প্রহর গুনছেন।
রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখা যায়, ঈদের পরপরই শুরু হয়ে গেছে বৈশাখের বর্ণিল আয়োজন। যেখানে ফ্যাশন ডিজাইনাররা পোশাকে ফুটিয়ে তুলেছেন ভিন্নমাত্রার শৈল্পিক ছোঁয়া। পোশাকে রঙের পাশাপাশি উঠে এসেছে বাঙালি ঐতিহ্যের মোটিফ আর কারুকার্য।
এখন যেহেতু রোদের তীব্রতা বেশি তাই গরমের কথা চিন্তা করে ফ্যাশন ডিজাইনাররা সুতি কাপড়কে বেশি প্রাধান্য দিয়েছেন।
এবার গরমের সঙ্গে তাল মিলিয়ে সুতি কাপড়ের শাড়ি, সালোয়ার-কামিজ আর পাঞ্জাবির চাহিদা বেশি থাকছে। হ্যান্ড প্রিন্ট, ব্লক, বাটিক, অ্যাপ্লিকের কাজ, নকশি কাজের বাহারি ডিজাইন ফুটে উঠেছে বৈশাখের পোশাকে। পাশাপাশি রঙের বাহারি মেলা তো থাকছে। লাল-সাদা রংকে প্রাধান্য দিয়ে এর ওপর করা হয়েছে বাহারি সব নকশা।
বৈশাখের পোশাক নিয়ে ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাস বলেন, “আমরা বৈশাখের ডিজাইনে দুটি বিশেষ থিম নিয়ে কাজ করেছি। তার মধ্যে একটি হলো ‘কাঠের পুতুল’। কাঠের পুতুল বাঙালির লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অনন্য নিদর্শন হিসেবে সমাদৃত। সাধারণত হাতে তৈরি করা পুতুলের দেহজুড়ে থাকে নিখুঁতভাবে খোদাই করা দারুণ ডিজাইন ও তার সঙ্গে নানা রকম উজ্জ্বল রঙের ব্যবহার। সেসব অতুলনীয় নকশার ছাপই আমরা ফুটিয়ে তুলেছি এবারের নববর্ষের পোশাকে। এ ছাড়া একটু বৈচিত্র্যের কথা মাথায় রেখে ‘কাঠের পুতুল’-এর নকশার পাশাপাশি ‘মুখোশ’-এর থিমও ডিজাইনে রয়েছে।”
পোশাকের রঙের ব্যাপারে তিনি বলেন, ‘বৈশাখী উৎসবে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, মেরুন ও সাদার সঙ্গে বিভিন্ন হালকা অথচ উজ্জ্বল রঙের নানারকম শেড। গরমের কথা বিবেচনায় রেখে কাপড়ে আরামের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।’
বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, তাদের প্রতিষ্ঠানে এবারের বৈশাখে মোটিফের উৎস হচ্ছে চিরচেনা ‘প্রকৃতি’। পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদান প্রাধান্য পেয়েছে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। পোশাকগুলোয় উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রংয়ের ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে এসেছে– টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট।
কে ক্র্যাফটের স্বত্বাধিকারী ও ডিজাইনার খালিদ মাহমুদ খান জানান, এবারের বর্ষবরণের উৎসবে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে। তিনি আরও জানান, পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক ও অরগাঞ্জা।
ফ্যাশন হাউস হরিতকীর সহপ্রতিষ্ঠাতা বলরাম পাল বলেন, বৈশাখে বরাবরই সাদা শাড়ি লাল পাড় মেয়েদের প্রথম পছন্দ। একঘেয়েমি কাটাতে আমরা সাদা শাড়ি লালচে খয়েরি রঙের মধ্যে ছোটবেলার লোকজ ছড়া কবিতা ও শিশুতোষ বইয়ের লোকজ ইলাস্টেশন নিয়ে শাড়ির ডিজাইন করেছি। এবার বৈশাখে চাহিদার শীর্ষে রয়েছে ঘিয়ে বা ক্রিম কালারের শাড়ি।
আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দের রং– সবকিছু মিশে একাকার হয়ে এই বিশেষ দিনটিকে বাঁচিয়ে রাখে। নববর্ষের এ সাজপোশাক শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মনের ভেতরেও নতুন আশার জাগরণ ঘটাবে– এটাই প্রত্যাশা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড জ ইন র ন ড জ ইন উৎসব র নববর ষ গরম র
এছাড়াও পড়ুন:
সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কোয়ারের কাছে একটি হেয়ার সেলুনে এই ঘটনা ঘটে।
বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হত্যার ঘটনাটির তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকার লোকজনকে দৌড়াতে দেখেন।
রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত উপসালা শহরে ওয়ালপার্গিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই ঘটনা ঘটে। এই উৎসবে সাধারণত শহরের রাস্তায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।
পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
ঢাকা/ফিরোজ