ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। মোটিফ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে মুখে মুখোশ লাগানো কালো জামা পরিহিত অজ্ঞাত যুবককে প্রাচীর টপকে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিতে দেখা গেছে। এ সময় মোটিফের আশপাশে নিরাপত্তারক্ষী, প্রক্টরিয়াল টিমের সদস্য অথবা পুলিশের কেউ উপস্থিত ছিল না।

শনিবার ভোর চারটা ৪৪ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে আগুন লাগিয়ে বের হয়ে যায় অপরিচিত সেই যুবক। সিসিটিভি ফুটেজ এবং সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে।

আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ থেকে চারটি মোটিফ তৈরির কাজ চলছিল চারুকলা জয়নুল গ্যালারি সংলগ্ন মাঠে। একটি প্যান্ডেলে পাশাপাশি চারটি মোটিফ তৈরি করছিলেন শিল্পীরা।

এরমধ্যে শেখ হাসিনার ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’র মোটিফটিকে লক্ষ্য করেই আগুন দেওয়া হয়। সেই মোটিফ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। তার পাশে থাকা শান্তির প্রতীক ‘শান্তির পায়রা’ অর্ধেক জ্বলে গেছে। তবে পাশে মাছের মোটিফে ফয়েল পেপার থাকায় তাতে আগুন লাগেনি এবং বাঘের মোটিফ অক্ষত রয়েছে।

মোটিফ তৈরির কাজে থাকা আল আমিন সমকালকে বলেন, আমরা রাত দশটার দিকে কালকের মত কাজ শেষ করে চলে যাই। আমরা থাকার সময় আশেপাশে মানুষের চলাচল ছিল। তবে এমন ঘটনা ঘটবে কেউ আশা করেনি। জানলে হয়ত নিরাপত্তা বেশি থাকতো। তিনি জানান, গত ১৬-১৭ বছর থেকে তিনি মোটিফের কাজটি করেন, তবে কখনও এমন পরিস্থিতি হয়নি।

সরেজমিন দেখা যায়, প্যান্ডেলে টানানো ত্রিপল পুড়ে গেছে। তবে আবার সেটি লাগানোর কাজ চলছে। শিল্পীরা পুনরায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চারুকলা অনুষদের অফিস সহায়ক আনোয়ার বলেন, আমাদের তিনজন নিরাপত্তারক্ষী। সবাই সারাদিন কাজে ব্যস্ত ছিল। সারাদিন কাজ করায় সবাই ক্লান্ত ছিল। তখন তো ভোর চারটা। অনেকে ঘুমিয়ে পড়ছিল, কেউ কেউ নামাজে গিয়েছিল। অর্থাৎ আশেপাশে কেউ ছিল না। এই সুযোগ কাজে লাগায় তারা।

জানা গেছে, চারুকলার দায়িত্বে পুলিশরা ছিল। তবে তারা প্রবেশ গেটের পাশে ছিল। মোটিফের পাশে ছিল না। অন্যদিকে প্রক্টরিয়াল টিমের কেউই সেখানে উপস্থিত ছিলেন না।

আনন্দ শোভাযাত্রা কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে আড়াই লাখ টাকা আগাম বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে বিএনসিসি, রোভার স্কাউট, শৃঙ্খলা উপকমিটি, পুলিশের সঙ্গে মিটিংয়ের আপ্যায়ন বাবদ ৫০ হাজার টাকা, প্রক্টরিয়াল টিম এবং প্রক্টর অফিসের খরচ বাবদ ৬০ হাজার টাকা, পহেলা বৈশাখের আপ্যায়ন বাবদ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে মোটিফের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গুরুত্ব দেয়নি কেউ।

এ দিকে সিসিটিভি ফুটেজের কথা জানিয়ে শনিবার দুপুরে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পড়া ও পিছনে চুলে ঝুঁটি করা একটা ছেলে চারুকলার তিন নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং আগুন দিয়ে একইপথে ছবির হাটের দিকে পালিয়ে যায়।

তিনি বলেন, প্রবেশ করে প্রথমে সে মোটিফের গায়ে লিকুইড ঢেলে দেয়। তারপর সে পর্দার আড়ালে গিয়ে লাইটারে আগুন জ্বালিয়ে পুনরায় ফায়ার করেছে।

প্রক্টর বলেন, গত দুই সপ্তাহ থেকে লাগাতার কাজ করছেন শিল্পীরা। তারা ক্লান্ত। এটা শৈল্পিক কাজ। চাইলেই মুহূর্তে তৈরি করা সম্ভব নয়। আমরা শিল্পীদের ওপর ছেড়ে দিয়েছি, তারা যদি এটাকে পুনর্নির্মাণ করতে পারেন।

এ দিকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড.

মো. আজহারুল ইসলাম শেখ মনে করেন, ফ্যাসিবাদী পক্ষের কেউ ঘটনাটি ঘটিয়েছে।

তিনি বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিবাদের পক্ষের একটা শক্তি এখানে ঘাপটি দিয়ে আছে। তারাই এই কাজ করেছে বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। একটা সুষ্ঠু তদন্ত হবে এবং আইনিভাবে শক্তহাতে দেখা হবে।

এ ঘটনায় ইতোমধ্যে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ড. ছিদ্দিকুর রহমান খান। সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার ও বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং সদস্যসচিব আছেন চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং।

উৎস: Samakal

কীওয়ার্ড: চ র কল সদস য

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ