জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উচ্চ প্রযুক্তি সম্পন্ন মোটরসাইকেলের চাহিদা সবসময়ই বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে এই ব্র্যান্ডের চাহিদা। বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরসের সঙ্গে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বিক্রি আরও বাড়তে থাকে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার।

ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইকগুলোর মধ্যে এফ জেড সিরিজের মডেলগুলো খুবই জনপ্রিয়। এখন পর্যন্ত এই সিরিজের চারটিরও বেশি মডেল বাজারে এসেছে, যার সবগুলোই ক্রেতা চাহিদার শীর্ষে অবস্থান করছে। এতদিন ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সি সি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করতো। কিন্তু বাংলাদেশে উচ্চ সিসি’র বাইক অনুমোদনের পর থকে ইয়ামাহা বাংলাদেশের গ্রাহকদের চাহিদা মতো একটি মডেল বাজারে আনতে কাজ শুরু করে। অনেকদিন থেকেই গ্রাহকরা এফ জেড সিরিজের মধ্যে একটি উচ্চ সিসির বাইকের জন্য অপেক্ষা করছিল।

এর অংশ হিসেবে ১১ এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিসিবি)-তে এসিআই মোটরস এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতিক্ষিত ইয়ামাহা এফ জেড ২৫ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়। ২৪৯ সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন এই মোটরসাইকেলটিতে রয়েছে অয়েল কুলড বি এস সিক্স ইঞ্জিন, ৫-স্পিড গিয়ার, ৭-স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, শার্প ও কমপ্যাক্ট বি আই-ফাংশনাল প্রজেকশন এলইডি হেডল্যাম্প, এল ই ডি টেল লাম্প, ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে বলা যায় মোটরসাইকেল মডেলটি গ্রাহকদের জন্য বাইকিং এ ভিন্ন মাত্রা যোগ করবে।

৩টি আকর্ষণীয় রঙ-এ মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি-বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল, পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগ-এর গান। যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরী করে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো এই জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক ড.

এফ এইচ আনসারি, উপ ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ইয়ামাহা এবং এসিআই মোটরস-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন জনপ র য় এফ জ ড

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ