ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এ কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এতে একটি কার্ড ব্যবহারের মাধ্যমে একজন শিক্ষার্থী বিভাগ, হল, লাইব্রেবি, মেডিকেল সেন্টারসহ প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

দুর্বৃত্তদের কবলে ইবি ছাত্রী, ইজিবাইকসহ মালামাল ছিনতাই

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইবিতে শাটডাউন কর্মসূচি

সভায় স্মার্ট কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক এম.

এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল।

এ সময় স্মার্ট কার্ড প্রস্তুত কমিটির সদস্য ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আইসিটি বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, কমিটির সদস্য-সচিব ও আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদ আব্দুস সাকির মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সিস্টেম অ্যানালিস্ট নাঈম মোরশেদের সঞ্চালনায় কমিটির সদস্য-সচিব একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং এ প্রযুক্তির টেকনিক্যাল ও এপ্লিকেশন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়াও আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট হাফিজুর রহমান লাইব্রেরিতে বর্তমান অটোমেশন সিস্টেম বিষয়ে ডেমোস্ট্রেশন প্রেজেন্ট করেন। আরএফআইডি কার্ড ব্যবহার করে কিভাবে এই সিস্টেমকে আরো উন্নত করা যায়, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে।

আইসিটির সেলের পরিচালক ও স্মার্ট আইডি (আরএফআইডি) কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “অটোমেশন এবং প্রযুক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন। এরই অংশ হিসেবে আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, যেটা সে সব জায়গায় ব্যবহার করতে পারবে। একটা কার্ড ব্যবহারের মাধ্যমেই একজন শিক্ষার্থী বিভাগ, হল, লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ সব জায়গায় প্রয়োজনীয় সেবা নিতে পারবে। আলাদা-আলাদা কার্ড লাগবে না। ভবিষ্যতে এটি উন্নত করে ক্যাশলেস ব্যবস্থায় ফি প্রদানের সঙ্গে এটাকে যুক্ত করা সম্ভব হতে পারে।”

সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আরএফআইডি কার্ড বিষয়ে কমিটির সদস্যদের দিকনির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কম ট র সদস য স ম র ট আইড ব যবহ র আইস ট

এছাড়াও পড়ুন:

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায়ে কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই

স্বয়ংক্রিয়ভাবে পদ্মা সেতুর টোল আদায় কার্যক্রম জোরদার করতে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকারের সেতু বিভাগ। আজ বুধবার পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্‌–বাংলা ব্যাংক ও মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি সই হয়।

পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করার (ইটিসি) বুথ রয়েছে। এই ব্যবস্থায় যানবাহন সেতু পারাপারের সময় না দাঁড় করিয়ে স্বয়ংক্রিভাবে টোল পরিশোধ করার সুযোগ রয়েছে। যানবাহনটিতে থাকা বেতার তরঙ্গ শনাক্ত করার (আরএফআইডি) স্টিকার থেকে টোল প্লাজায় থাকা যন্ত্র যানবাহনের তথ্য সংগ্রহ করে। এরপর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। তবে এর জন্য যানবাহনের মালিককে অবশ্যই নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করিয়ে নিতে হবে। অ্যাকাউন্টে থাকতে হবে পর্যাপ্ত টাকাও।

‘ইটিসিতে টোল দেব, দ্রুত সেতু পার হব’ স্লোগানে সেতু বিভাগ ২০২০ সালের ডিসেম্বরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ে প্রতিটি টোল প্লাজায় একটি করে বুথ চালু করে। এত দিন যমুনা সেতুতে এই সেবা চালু ছিল। তবে যানবাহনের মালিকদের মধ্যে এ বিষয়ে আগ্রহ কম বলে জানা গেছে। এ ছাড়া যানবাহনে থাকা আরএফআইডি ট্যাগগুলো টোল প্লাজার যন্ত্র পড়তে পারছে না।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরও দেশের আটটি বড় সেতু এবং দুটি সড়কের টোল প্লাজায় ইটিসি বুথ বসিয়েছে। তারা ইটিসিতে টোল পরিশোধে ১০ শতাংশ ছাড় দিয়ে থাকে।

আজ বুধবার পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্‌–বাংলা ব্যাংক এবং মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি সই হয়

সম্পর্কিত নিবন্ধ

  • পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায়ে কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই