যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক ‘সম্পূর্ণ বাতিল’ করার আহ্বান চীনের
Published: 14th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর পাল্টা শুল্ক সম্পূর্ণ বাতিল করতে বলেছেন চীনের কর্মকর্তারা।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ভুল সংশোধন করে নেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে বড় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাল্টা শুল্কের ভুল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করুন এবং পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের সঠিক পথে ফিরে আসুন।’
২ এপ্রিল বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ৯ এপ্রিল থেকে ট্রাম্পের ওই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ট্রাম্প শুল্কারোপ ৯০ দিনের জন্য স্থগিত করেন। তবে ব্যতিক্রম চীন। চীনা পণ্যের ওপর শুল্ক বজায় আছে এবং দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে এখন ১৪৫ শতাংশ শুল্ক দিতে হবে।
যদিও শুক্রবার ট্রাম্প প্রশাসনের কথায় মনে হয়েছে, যুক্তরাষ্ট্র কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর করছাড়ের প্রস্তাব দিতে প্রস্তুত আছে, এর মধ্যে চীনে উৎপাদিত পণ্যও থাকতে পারে।
তবে গতকাল রোববার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন এবিসি নিউজকে বলেন, এই ছাড় কেবল সাময়িক সময়ের জন্য। কারণ, ট্রাম্প প্রশাসন ‘সেমিকন্ডাক্টরের’ ওপর আলাদা শুল্ক আরোপের পরিকল্পনা করেছে এবং পরে কোনো একদিন ওই শুল্ক ঘোষণা করা হবে।
লুটকিন আরও বলেন, ‘আমাদের এগুলো অবশ্যই আমেরিকায় তৈরি করতে হবে।’
প্রেসিডেন্ট ট্রাম্পও সেমিকন্ডাক্টরের ওপর কর ছাড়ের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, সেগুলোকে শুধু শুল্কের আলাদা ঝুড়িতে সরিয়ে নেওয়া হবে।
ট্রাম্প লেখেন, ‘আসন্ন জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তে আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো বৈদ্যুতিক পণ্য সরবরাহ শৃঙ্খলের দিকে নজর দিচ্ছি।’
ট্রাম্পের এই মন্তব্য মাত্রই স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টরসহ প্রযুক্তিপণ্যে শুল্কছাড়ের ঘোষণাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই শুল্কছাড়কে যুক্তরাষ্ট্রের ‘ছোট পদক্ষেপ’ বলেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রভাব কী হতে পারে, বেইজিং তা মূল্যায়ন করে দেখছে।
আরও পড়ুনএবার মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন১১ এপ্রিল ২০২৫২ এপ্রিল ট্রাম্প চীনের ওপর ৫৪ শতাংশ শুল্ক আরোপ করেন, পরে তা বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়।
পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর প্রথমে ৩৪ শতাংশ, এরপর তা বাড়িয়ে ৮৪ শতাংশ এবং পরে তা আরও বাড়িয়ে ১২৫ শতাংশ করে।
গত সপ্তাহে সর্বশেষ শুল্কের ঘোষণার সময় চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যদি যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধ উসকে দিতে চায়, তবে চীন শেষ পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবে।
আরও পড়ুনট্রাম্প বিপুল শুল্ক আরোপের পরও কেন পিছু হটছে না বেইজিং১২ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ল ক আর প র ওপর
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।