কনটেন্ট ক্রিয়েটরদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) ‘এআই মাস্টারক্লাস সিজন ২’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনলাইনের মাধ্যমে ওয়ার্কশপে যুক্ত ছিলেন প্রায় পাঁচ শতাধিক প্রশিক্ষণার্থী। কর্মশালা পরিচালনা করেন কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।

তিন ঘণ্টার ভার্চুয়াল ওয়ার্কশপে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।

ওয়ার্কশপে হাতে-কলমে দেখানো হয় কীভাবে এআইয়ের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশনের বিভিন্ন ধাপ সহজ, দ্রুত ও কার্যকর করা যায়। কীভাবে টেক্সট থেকে স্ক্রিপ্ট, ক্যাপশন ও হ্যাশট্যাগ তৈরি করা যায়, কীভাবে ইমেজ ও ভিডিও আপস্কেল করা যায় এবং কীভাবে টেক্সট থেকে ইমেজ, ভিডিও, মিউজিক, পূর্ণাঙ্গ গান ও ভয়েস জেনারেট করা সম্ভব। পাশাপাশি ইমেজ থেকে ভিডিও তৈরির পদ্ধতিও তুলে ধরা হয়, যা এআইনির্ভর আধুনিক কনটেন্ট প্রোডাকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রশিক্ষক রবিন রাফান বলেন, কনটেন্ট ক্রিয়েশন শুধু শখের কাজ নয় বরং বর্তমান যুগে এটি বেকারত্ব সমস্যার একটি সম্ভাব্য সমাধান হিসেবেও কাজ করতে পারে। তাই আমরা নিয়মিতভাবে কনটেন্ট নির্মাতাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি- কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কম সময়ে, কম খরচে এবং পেশাদার মানের কনটেন্ট তৈরি করা যায়।

তিনি জানান, সিজন-২ সমাপ্ত হওয়ার পর ঘোষণা করা হয়েছে ‘এআই মাস্টারক্লাস সিজন ৩’। পরবর্তী কর্মশালায় আরও ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১৫ই সিজন ৩ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষক রবিন রাফান ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এআই ও ভিজ্যুয়াল ইফেক্টসভিত্তিক শিক্ষামূলক ও ইনফর্মেটিভ কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তিনি টিকটকে ‘বেস্ট লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর’ পুরস্কার অর্জন করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এআই কনট ন ট ক র য রব ন র ফ ন

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ