জাতীয় দলের পরবর্তী কোচ নিয়োগের জন্য চার জনের সংক্ষিপ্ত তালিকা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংবাদ মাধ্যম গ্লোবোর দেওয়া ওই খবরে, তালিকায় ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। 

যদিও মরিনহো ব্রাজিলের দায়িত্ব পাওয়ার তালিকায় শীর্ষে ছিলেন না। এবার সংবাদ মাধ্যম সিএনএন দাবি করেছে, তুরস্কের ক্লাব ফেনেরবেচের ডাগ আউটে থাকা মরিনহো আগামী গ্রীষ্মে নিজ দেশ পর্তুগালের হেড কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। 

পর্তুগালের বর্তমান কোচ রর্বাতো মার্টিনেজ। স্প্যানিশ এই কোচ ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলেছিলেন। কিন্তু ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর চাকরি যায় তার। পরেই তিনি পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব পান।

আগামী ৫ জুন জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল খেলবে পর্তুগাল। ওই ম্যাচে অবশ্য পর্তুগালের ডাগ আউটে থাকবেন মার্টিনেজ। সিএনএন দাবি করেছে, এরপর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে সাবেক এভারটন কোচ মার্টিনেজকে। 

সিএনএন জানিয়েছে, গ্রীষ্মে পর্তুগালের সম্ভাব্য কোচ হোসে মরিনহো। তিনি এরই মধ্যে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি। 

মরিনহো পর্তুগালের ডাগ আউটে দাঁড়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুর্নমিলনী হবে তার। এর আগে রিয়াল মাদ্রিদে এই জুটি ২০১০-১৩ মৌসুম পর্যন্ত কাজ করেছেন। তবে ওই সময় রোনালদো ও মরিনহোর মধ্যে দ্বন্দ্বের খবর বেরিয়েছিল। পুরনো ঝামেলা নতুন করে কোন সমস্যার সৃষ্টি করবে বলেও নাকি পর্তুগিজ ফেডারেশনকে আশ্বস্ত করেছেন মরিনহো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল পর ত গ ল র

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ