হাঙ্গেরিতে তৃতীয় নর্ম তাহসিনের, অপেক্ষা শুধু ২৪০০ রেটিংয়ের
Published: 20th, April 2025 GMT
দাবায় আন্তর্জাতিক মাস্টার (আইএম) হতে তিনটি নর্ম দরকার। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তাঁর বহুল কাঙ্ক্ষিত তৃতীয় আইএম নর্মটি পেলেন আজ। হাঙ্গেরির বুদাপেস্টে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবায় দশম রাউন্ডে স্বাগতিক দেশের এক গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে লক্ষ্যে পৌঁছান তাহসিন। টুর্নামেন্টে রানারআপ হয়েছেন তিনি।
দশ ম্যাচে তাঁর পয়েন্ট ৬। একটি ম্যাচ হেরেছেন, যেটি ছিল নবম রাউন্ডে। তিনটি জিতেছেন, ছয়টি ড্র। তবে আইএম খেতাব পেতে তাহসিনের রেটিং হতে হবে ২৪০০। এই টুর্নামেন্ট শেষে তাঁর রেটিং হচ্ছে ২৩৭৪। আর এক-দুটি টুর্নামেন্টেই হয়তো তা পূরণ করে ফেলবেন।
তাহসিন তাঁর প্রথম আইএম নর্ম করেন ২০২৩ সালে ঢাকায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে। দ্বিতীয়টি করেন গত মাসেই কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনালে, ওই টুর্নামেন্টে রানারআপ হন তিনি। কলম্বোয় খেলেই হাঙ্গেরিতে গিয়েছিলেন তিনটি টুর্নামেন্টে খেলতে। প্রথম দুটিতে নর্ম হয়নি। তৃতীয়টি তাঁকে নিরাশ করেনি। বুদাপেস্ট থেকে মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাহসিন প্রথম আলোকে বলেন, ‘খুব ভালো লাগছে। বলতে পারেন, বাবার স্বপ্ন পূরণে আমি এক ধাপ এগিয়েছি।’
বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গত বছরের ৫ জুলাই বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবায় খেলতে খেলতেই মারা গেছেন। তাঁর স্বপ্ন ছিল ছেলে গ্র্যান্ডমাস্টার হবেন। সে কথা বলতে বলতে বুদাপেস্ট থেকে ফোনের ও প্রান্তে কেঁদে ফেলেন জিয়াপত্নী তাসমিন সুলতানা। নিজেকে সামলে কোনোমতে বলেন, ‘জিয়া বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। ওর কথা অনেক মনে পড়ছে। তবে জিয়া না থাকলেও নিশ্চয়ই আজ সে সবকিছু দেখতে পাচ্ছে এবং খুশি হয়েছে। তাহসিন আইএম হওয়ার জন্য তৃতীয় নর্ম করেছে। আমি কতটা খুশি, বলে বোঝাতে পারব না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ২৭
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৩য় থেকে ২০তম গ্রেডে ২৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরুর তারিখ ৩০ অক্টোবর ২০২৫। আবেদন করা যাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদসংখ্যা: ১
গ্রেড: ০৩
পদের নাম: উপপরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
গ্রেড: ০৫
পদের নাম: প্রভাষক (বাংলা বিভাগ)
পদসংখ্যা: ১
গ্রেড: ০৯
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫পদের নাম: প্রভাষক (ইংরেজি বিভাগ)
পদসংখ্যা: ১
গ্রেড: ০৯
পদের নাম: প্রভাষক (অর্থনীতি বিভাগ)
পদসংখ্যা: ১
গ্রেড: ০৯
পদের নাম: প্রভাষক (সিএসই বিভাগ)
পদসংখ্যা: ১
গ্রেড: ০৯
পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ২
গ্রেড: ১০
পদের নাম: মেডিকেল স্টোরকিপার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
গ্রেড: ২০
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১৩
গ্রেড: ২০
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদনের নিয়মআবেদনপত্র রেজিস্ট্রার দপ্তর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা-২৪০০ ঠিকানায় পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না।
আবেদনের সময়সীমাআবেদনপত্র রেজিস্ট্রার দপ্তর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা-২৪০০ ঠিকানায় পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না।
আবেদন শুরুর তারিখ: ৩০ অক্টোবর ২০২৫;
আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।
আবেদনের শর্তাবলিসহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুনবিআইডব্লিউটিএতে বড় নিয়োগ, নেবে ২১৪ জন২৫ সেপ্টেম্বর ২০২৫