সানগ্লাস পরলে রোদ ছাড়া আরও যা কিছু থেকে বাঁচবেন
Published: 21st, April 2025 GMT
ঠিকঠাক রোদচশমা পরলে যে আপনার চোখজোড়া রোদ থেকে বাঁচবে, তা বলার অপেক্ষা রাখে না। রোদের প্রখরতায় যখন চোখ কুঁচকে আসে, তখন ভালো একটি রোদচশমা পরা থাকলে আপনি সহজে তাকাতে পারবেন চারপাশে। বাড়তি কষ্ট হবে না। এসবের বাইরেও রোদচশমার নানা সুবিধার কথা জানালেন বিশেষজ্ঞরা।
ধুলাবালু থেকে বাঁচতেঢাকার পান্থপথের রেটিনা গ্লুকোমা সেন্টার অ্যান্ড সুপারস্পেশালিটি আই হাসপাতালের ফ্যাকো ও ভিট্রিও-রেটিনা সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা.
আতিকুল হক বলছিলেন, রোদচশমা পরলে বাতাসে থাকা ক্ষতিকর জিনিস সরাসরি চোখে ঢুকে যেতে পারে না। চোখে ধুলাবালু ঢুকে গেলে যে কেউ মুশকিলে পড়েন। আর ধুলায় যাঁদের অ্যালার্জি থাকে, ধুলার সংস্পর্শে এলে তাঁরা চোখ লাল হয়ে যাওয়া বা চোখ থেকে পানি পড়ার মতো সমস্যায় ভুগতে পারেন। বায়ুদূষণের কারণে আজকাল অনেকেই এমন সমস্যায় পড়ছেন। যেকোনো রোদচশমাই ধুলাবালু থেকে আপনার চোখজোড়াকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তবে এমন রোদচশমা সবচেয়ে ভালো, যা চোখের পাশ দিয়েও ধুলাময়লা ঢুকতে দেয় না, অর্থাৎ চারপাশ থেকেই চোখজোড়া ঢেকে রাখে।
গাড়ির কাচে প্রতিফলিত সূর্যরশ্মি কিংবা জলাশয়ে প্রতিফলিত সূর্যরশ্মির কারণে হঠাৎ আপনার দৃষ্টি বাধাগ্রস্ত হতে পারে। পোলারাইজড রোদচশমা আপনাকে সূর্যরশ্মির উজ্জ্বল প্রতিফলন থেকে বাঁচাবে। বিশেষত যানবাহনের চালকের আসনে বসলে পোলারাইজড রোদচশমা দারুণ কাজে দেবে।
সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে বাঁচায়, এমন রোদচশমা বেছে নিলে কম বয়সে ছানি পড়ার ঝুঁকি কমবে। চোখের ভেতর মাংসের মতো বাড়তি অংশ সৃষ্টি হওয়ার (টেরিজিয়াম) ঝুঁকিও কমবে।
চোখের আরও সুরক্ষাময়লা হাতে চোখ স্পর্শ করার ফলে চোখে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। যেকোনো চশমা বা রোদচশমা পরলে আপনি চট করে চোখ স্পর্শ করতে পারবেন না। বিশেষ করে ঘরের বাইরে থাকা অবস্থায় ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করার প্রবণতা কমবে। ফলে চোখে জীবাণু সংক্রমণ থেকে বাঁচবেন আপনি।
আরও পড়ুনদুই চোখের রং দুই রকম কেন হয় জানেন?৩১ অক্টোবর ২০২৪ত্বকের সুরক্ষাতেও রোদচশমাইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলম জানান, দীর্ঘদিন ধরে রোদেলা দিনে চোখ কুঁচকে তাকালে চোখের চারপাশের ত্বকে এর প্রভাব পড়ে। এ কারণে কম বয়সেই ত্বকের এই অংশে বলিরেখা দেখা দিতে পারে। রৌদ্রোজ্জ্বল দিনে ত্বকের সুরক্ষার জন্যও তাই রোদচশমা ব্যবহার করা ভালো।
আরও পড়ুনযে ওষুধের কারণে বেড়ে যেতে পারে চোখের প্রেশার০২ ডিসেম্বর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: স পর শ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার কমায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য।”
শুক্রবার (১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, শুল্ক হার ২০ শতাংশ করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭ শতাংশ কম। এর মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও সেটাকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।
তিনি বলেন, আলোচকরা এ বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। যেখানে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ভোক্তাবাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে।
আরো পড়ুন:
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
কোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরো বলেন, এ অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না; বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।
বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল, উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরো শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/রফিক