আস্থা রাখতে হচ্ছে তাইজুল–হাসানদের ব্যাটিং সামর্থ্যেও
Published: 22nd, April 2025 GMT
রোদ–বৃষ্টির খেলার মধ্যে সিলেট টেস্টে তৃতীয় দিনে হতে পেরেছে শুধু ৪৪ ওভার। দিন শেষে ৬ উইকেট হাতে নিয়েও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। লিডটা এখনো মাত্র ১১২ রানের। মেহেদী হাসান মিরাজের ৩৫০–৪০০ রানের চাওয়া থেকে যা অনেকটাই দূরে।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রানের লক্ষ্যটা তাই নামিয়ে আনতে হচ্ছে। দিন শেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হকও সে রকমই বলে গেছেন। তাঁর দৃষ্টিতে এখন ৩০০ রান করা গেলেও সেটা ‘খুব ভালো’।
জিম্বাবুয়েকে শেষ পর্যন্ত কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ—এমন প্রশ্নেই কথাটা বলেছেন মুমিনুল, ‘৩০০ হলে খুব ভালো। সেটা না হলে ২৭০ থেকে ২৮০–এর ওপরে। ৩০০ হলে আমরা ভালো জায়গায় থাকব।’
মুমিনুলের বিশ্বাস, ৩০০ করাটা সম্ভব। আজ দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ২১ রানে। এরপরও যাঁরা আছেন, মুমিনুলের আস্থা আছে তাঁদের ওপরও, ‘শান্ত (নাজমুল হোসেন) জাকেরের পরে আমাদের টেলএন্ডে যারা রয়েছে, তাইজুল এরপর হাসান তারাও ব্যাটিং করতে পারে। এ জন্যই বিশ্বাসটা বেশি।’
মুমিনুলের এমন বক্তব্যে মনে হতেই পারে—টপ অর্ডারদের ব্যর্থতা কারণে বাংলাদেশ দলকে এখন টেলএন্ডারদের ওপর ভরসা করতে হচ্ছে। কিন্তু মুমিনুলের ব্যাখ্যা ভিন্ন, ‘এই অর্থে কথাটা বলছি যে টেলএন্ডাররাও ভালো ব্যাটিং করতে পারে। তার অর্থ এই নয় যে টেলএন্ডারদের ওপরে নির্ভরশীল। তবে যখন খেলবেন, তখন টেলএন্ডারদের ওপরও নির্ভর করতে হবে। যখন ব্যাটিং করা দরকার, তারাও ব্যাটিং করতে পারে, এটা আমাদের প্লাস পয়েন্ট।’
তবে শুধু ব্যাটিং করতে জানলেই তো হবে না, পরিস্থিতি অনুযায়ী সেটা করে দেখাতে হবে। মুমিনুলের ভাষায় যা ‘ক্যালকুলেটিভ ব্যাটিং’। তিনি বলেছেন, ‘অনেক ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে, কালকে সকালে খেলা হয়তো খুব কঠিন হয়ে আসবে। সে সময়ে ক্যালকুলেটিভ ব্যাটিং করা লাগবে, একটা সময় খেলাটা একটু ছাড়বে। সে সময়ে আমরা খেলাটা ধরতে পারব। লম্বা সময় মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে।’
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের হাল ধরেছিলেন মুমিনুল। মাহমুদুলের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন, নাজমুলের সঙ্গে ৬৫ রানের। কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি, ৮৪ বলে ৪৭ রান করে আউট হয়ে গেছেন তিনি। মাহমুদুলও সেট হওয়ার পর ৬৫ বলে ৩৩ রান করে আউট হয়েছেন। দিন শেষে নিজেদের কাঁধেই দায়টা দিয়েছেন মুমিনুল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না
মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে মন্তব্য করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, এই দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট বারের হলরুমে ‘বাংলাদেশে মানবাধিকার সংকট ও আইনি প্রতিকার পাওয়ার পথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেড আই খান পান্না। সেমিনারটির আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম), বাংলাদেশ চ্যাপ্টার।
বক্তব্যে জেড আই খান পান্না বলেন, ‘এখানে সংখ্যালঘুর কথা বলা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এখন আমি সবচেয়ে বেশি সংখ্যালঘু। আজ মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখি, জুতা দিয়ে বাড়ি দিতে দেখি, কিন্তু কিছু করতে পারি না। তাই আমি সবচেয়ে বড় অসহায়।’
এসব কথা বলতে বলতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না কেঁদে ফেলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, জীবনে কখনো জেনে-বুঝে অন্যায়ের সঙ্গে আপস করেননি। যাঁরা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাঁদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জেড আই খান পান্না আরও বলেন, ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কারও সঙ্গে এর তুলনা চলে না। এটা সাম্প্রদায়িকতার দেশ না। সংবিধানে যেন কেউ হাত না দেয়। সরকারের অনেকেই বিদেশি হয়েও স্বদেশি ভাব দেখাচ্ছেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের মৌলিক অধিকার ও মানবাধিকার যেন নিঃশেষ হয়ে গেছে। সমাজে ন্যায়বিচার বা সুবিচার পাওয়ার কথা থাকলেও তা মিলছে না। সংখ্যালঘুদের ওপর হামলার বিচার হয় না। কেউ কেউ ধরা পড়লেও পরে বেরিয়ে যায়।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায় বলেন, সব সরকারের আমলেই বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। বর্তমান নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের আমলেও সবচেয়ে বেশি উপেক্ষিত সংখ্যালঘু জনগোষ্ঠী। সংস্কার কমিশনে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই। রংপুরসহ বিভিন্ন এলাকায় হামলা হলেও সরকারের কোনো প্রতিক্রিয়া আসে না, এমনকি দুঃখও প্রকাশ করে না।
গত বছরের ৫ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রেক্ষিতে প্রতিবাদ শুরু হলে তা দমন করতেই ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে সুমন কুমার দাবি করেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সনাতনী সম্প্রদায়ের বাক্স্বাধীনতা বন্ধ করতে, নেতৃত্ব দমন করতে এসব করা হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে কে পাল। সঞ্চালনায় ছিলেন এইচআরসিবিএমের বাংলাদেশ চ্যাপটারের আহ্বায়ক লাকি বাছাড়। সেমিনারে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ ও মো. গোলাম মোস্তফা।