জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ওই টেস্টের দলে ডাকা হয়েছে ডিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটার এনামুল হক বিজয়কে। 

এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে নেওয়া হয়েছে দলে। পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা নেই দ্বিতীয় টেস্টে। তার জায়গায় সুযোগ পেয়েছেন তানভীর। যদিও স্পিন আক্রমণে মেহেদী মিরাজ, তাইজুল ইসলামের সঙ্গে নাঈম হাসান আগে থেকেই দলে ছিলেন। 

এনামুল হক বিজয় চলতি ডিপিএলে দারুণ ছন্দে থাকায় তাকে দলে নেওয়া হয়েছে বলে বিসিবির বার্তায় জানানো হয়েছে। তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০তম সেঞ্চুরির রেকর্ড গড়ার পর বুধবার ৫১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। বিজয় ৫টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন। 

বিজয় সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ২৩ ও ৪ রান করেছিলেন তিনি। টেস্টের ১০ ইনিংসে ১০ রান করেছেন তিনি। গড় ১০। সর্বোচ্চ ইনিংস ২৩। 

চট্টগ্রাম টেস্টের দল: নাজমুল শান্ত (অধিনায়ক), মাহমুদুল জয়, সামদান ইসলাম, এনামুল বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল অঙ্কন, জাকের আলী, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম সাকিব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ