ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান
Published: 24th, April 2025 GMT
ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান। কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি স্থগিত করাসহ পাঁচ বড় পদক্ষেপ নিয়েছে মোদি সরকার।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের সমালোচনা করেছেন। পদক্ষেপগুলোকে তিনি ‘অসতর্ক’ এবং ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এর বিরুদ্ধে দৃঢ়, সমন্বিত প্রতিক্রিয়া জানানো হবে।
বুধবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দার বলেন, “ভারত সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার সঙ্গে পাকিস্তানের সংযোগের কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ক্ষোভের মাথায় ভারত এসব সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হচ্ছে।”
আরো পড়ুন:
পহেলগাঁও সন্ত্রাসী হামলা: পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ
তিনি আরো বলেন, “ভারতের অভ্যন্তরীণ সমস্যার জন্য পাকিস্তানকে দোষারোপ করার পদ্ধতি নতুন নয়। ভারত যখনই কোনো সংকটের মুখোমুখি হয় তখনই পাকিস্তানের উপর দোষ চাপায়।”
দার নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে’ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনসিসি) একটি সভা ডেকেছেন।
তিনি আরো উল্লেখ করেন, ভারতের ঘোষণাগুলো অনুপযুক্ত এবং এনসিসি শক্ত প্রতিক্রিয়া জারি করবে।
তিনি ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপগুলোকে তাড়াহুড়ো এবং আবেগপ্রবণ বলে সমালোচনা করে বলেন, ‘এইভাবে সন্ত্রাসবাদের উপর ক্রোধ প্রকাশ করা উপযুক্ত নয়।’
উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় বুধবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বড় অবনতি হয়েছে ভারতের। সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি ওয়াঘার আটারি সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানিদের জন্য সব সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে ইস্যু করা সার্ক ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা-সংক্রান্ত কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদক ষ প ঘটন র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন