নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে
Published: 25th, April 2025 GMT
নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর চলার পথে থাকা সংকটগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে সম্মিলিতভাবে নারী আন্দোলন গড়ে তুলতে হবে। বাধা দূর করতে নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আজ শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তাঁরা আরও বলেন, পরিবার থেকে বৈষম্য দূর করা ও রাজনীতিবিদদের জেন্ডার সংবেদনশীল হিসেবে গড়ে উঠতে সচেতনতা সৃষ্টি করতে হবে। নারীর প্রতি বিদ্বেষমূলক প্রচারণা রোধে কনটেন্ট বিশ্লেষণের ওপর জোর দিতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। ‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’—এই স্লোগানের আলোকে দিনব্যাপী অনুষ্ঠান হয়। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। ‘বাংলাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ’, এ বিষয়ের ওপর বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।
উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম বলেন, তৃণমূল কর্মীদের ক্রমাগত কণ্ঠস্বর ধরে রাখার জন্য সংগঠনের কর্মতৎপরতা বেড়েছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর চলার পথে থাকা সংকটগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। সম্মিলিতভাবে নারী আন্দোলন গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবার মনোভাবকে বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় ও বৈশ্বিক আন্দোলনের পরম্পরায় বাংলাদেশ মহিলা পরিষদের জন্ম। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চিন্তাচেতনার মধ্য দিয়েই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। নারী-পুরুষের সমতার কথা বলা হচ্ছে। বর্তমানে নারীর অবস্থার কিছু ইতিবাচক পরিবর্তন হলেও নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে এখনো কিছু বিষয় মীমাংসিত নয়।
সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক কাঠামো, প্রথা, আইন ও জীবনাচরণের কারণে এখনো নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, সম–অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পথ মসৃণ নয় বলে মন্তব্য করেন সীমা মোসলেম। তিনি বলেন, পথে থাকা বিভিন্ন বাধা মোকাবিলায় নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অধিবেশন শেষে কর্ম অধিবেশনে ‘নারী আন্দোলনের আগামী কর্মসূচি এবং চ্যালেঞ্জসমূহ’–এর ওপর ৬টি দলে ৫৫টি জেলা শাখার ২২৯ জন সংগঠক, তরুণী সংগঠক ও কর্মীদের অংশগ্রহণে দলীয় কাজ অনুষ্ঠিত হয়। দলীয় কাজ উপস্থাপন শেষে আলোচনা সভা হয়।
আলোচনায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ (কেয়া) বলেন, পরিবার থেকে আসা বাধা দূর করতে সমাজে নারী সংগঠকের ভূমিকা নিয়ে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলেন, পরিবার থেকে বৈষম্য দূর করার কাজ শুরু করতে হবে। রাজনীতিবিদদের জেন্ডার সংবেদনশীল করে গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি করতে হবে। নারীর প্রতি বিদ্বেষমূলক প্রচারণা রোধে কনটেন্ট বিশ্লেষণের ওপর গুরুত্ব দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, সংগঠনের কাজ এগিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রকাশের প্রয়োজন আছে। প্রযুক্তিকে না ঠেকিয়ে ইতিবাচক ব্যবহার করতে হবে। নিজেদের সক্রিয় রাখতে হবে, তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজন ও পরিস্থিতি অনুসারে তথ্যের ব্যবহার যথাযথভাবে করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদক উম্মে সালমা বেগম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন স গঠন র দ র কর স গঠক র ওপর
এছাড়াও পড়ুন:
শ্রম আইনের সংশোধন কবে হবে, তা বলছে না শ্রম মন্ত্রণালয়
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ কবে হবে, সে বিষয়ে আর সময়সীমার কথা বলছে না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত নভেম্বর মাসে এই মন্ত্রণালয় বলেছিল, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এ অধ্যাদেশ হবে। মার্চ শেষে এপ্রিলও শেষ হচ্ছে আজ বুধবার।
সচিবালয়ে আজ ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংবাদ সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আইন সংশোধনীর ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে নন তিনি। শ্রমিক–মালিকদের স্বার্থ রক্ষাসহ শিগগিরই তা করা হবে। বিষয়টি এখন কোন প্রক্রিয়ায় আছে, তা বলতে রাজি হননি শ্রম উপদেষ্টা।
শ্রম উপদেষ্টা বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। তিনি আরও বলেন, ‘একসময় স্লোগান ছিল দুনিয়ার মজদুর, এক হও।’ এখন তা বদলে গেছে। এখন হবে ‘দুনিয়ার মালিক-শ্রমিক, এক হও’। এখন ভালো মালিকেরা শ্রমিকদের সন্তানের মতো মনে করেন।
প্রস্তাবিত অধ্যাদেশে ১০১টি ধারা ও উপধারা সংশোধন হবে। সুইজারল্যান্ডের জেনেভায় ১০ থেকে ২০ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।
আইএলওর বৈঠকে যোগ দিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যে দলটি জেনেভা সফর করে, সেখানে শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর, যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সরকার ও শ্রম উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ছিলেন।
এর আগে গত বছরের ১০ নভেম্বর তৎকালীন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান আইএলওর গভর্নিং বডির বৈঠক থেকে দেশে ফিরে সাংবাদিকদের জানিয়েছিলেন, মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে। উপদেষ্টা তখন এ–ও বলেছিলেন, আগের সরকারের আইনমন্ত্রীর (আনিসুল হক) নেতৃত্বাধীন দলকে আইএলও পর্ষদে অপদস্থ করা হয়েছিল। অথচ এবারের চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশের পদক্ষেপগুলো নিয়ে বরং প্রশংসা করা হয়েছে। কয়েকটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে হওয়া মামলাগুলো তুলে নেওয়ার কথাও বলেছিল।
জানা গেছে, শ্রম অধিকার বাস্তবায়নে ঘাটতির অভিযোগ এনে জাপানসহ ছয়টি দেশের পক্ষ থেকে আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাগুলো চলমান।
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিক রয়েছে। এদিকে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদকে (টিসিসি) শ্রমিকপক্ষ জানিয়েছে, আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে প্রধানত পোশাক খাতের শ্রমিকদের কথা বিবেচনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মে দিবস আর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ–স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেওয়া হবে পুরস্কার।