ক্যাথলিক চার্চের সদর দপ্তর ভ্যাটিকান। এটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র। এই রাষ্ট্রের আছে নিজস্ব পত্রিকা, লাতিন ভাষায় জাতীয় সংগীত ও একজন সর্বোচ্চ নেতা—পোপ।

প্রাচীন প্রাচীরঘেরা এই রাষ্ট্রে বাস করেন প্রায় ৯০০ মানুষ। তাঁদের মধ্যে আছেন পোপ নিজে। আরও আছেন লাল টুপি পরিহিত কার্ডিনাল, সন্ন্যাসিনী, যাজক, কূটনীতিক, মালি, রাঁধুনি ও পরিচ্ছন্নতাকর্মীর মতো সাধারণ মানুষ।

ভ্যাটিকানের ফটকে পাহারা দেন সুইস গার্ডস। তাঁরা বিশ্বের সবচেয়ে পুরোনো সেনাবাহিনীর সদস্য। নীল, লাল ও হলুদ রঙের ডোরাকাটা পোশাক পরে থাকেন তাঁরা। পাশাপাশি পাহারায় থাকেন ভ্যাটিকানের নিজস্ব পুলিশ বাহিনীর সদস্যরা।

এই রাষ্ট্রের কেন্দ্রে আছেন পোপ। তিনি সাদা পোশাকের এক রাজসিক ব্যক্তি। রাষ্ট্রের প্রধান ও বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নেতা হিসেবে তিনি নিরঙ্কুশ ক্ষমতা ধারণ করেন।

ভ্যাটিকান একসময় কথিত পোপ রাজ্যগুলোর (পাপাল স্টেটস) অংশ ছিল। এগুলো ইতালির এমন কিছু অঞ্চল ছিল, যা শত শত বছর ধরে পোপের শাসনের অধীন ছিল। উনিশ শতকে ইতালির একীকরণের সময় সেগুলো দখল করা হয়।

১৮৭০ সালে রোম দখল করা হয়। পরে ইতালির রাজধানী হয়ে ওঠে রোম। তখন পোপ নবম পায়াস নিজেকে ‘ভ্যাটিকানের বন্দী’ ঘোষণা করেন। ইতালির সরকারের সঙ্গে একটি চুক্তি হওয়ার আগপর্যন্ত অন্য পোপরাও এ দাবি বজায় রাখেন।

১৯২৯ সালে পোপ একাদশ পায়াস ও ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির মধ্যে ল্যাটেরান চুক্তি সইয়ের মধ্য দিয়ে ভ্যাটিকান সিটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই ভূখণ্ডের ওপর পোপের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় ইতালি।

ভ্যাটিকান সিটির ৪৪ হেক্টর (১০৯ একর) আয়তনের এই নগররাষ্ট্রের সর্বময় শাসক পোপ। এই নগররাষ্ট্রের এক-তৃতীয়াংশই উদ্যান।

‘হোলি সি’ হলো ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষ। এটি আন্তর্জাতিক আইনের অধীন একটি সার্বভৌম আইনগত সত্তা।

রোমান কুরিয়া হলো হোলি সির প্রশাসনিক সংস্থা। এটি সেই কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যার মাধ্যমে পোপ ক্যাথলিক চার্চ পরিচালনা করেন।

রাষ্ট্র সচিবালয়, ১৬টি মন্ত্রণালয়, ৬টি আর্থিক প্রতিষ্ঠান, কয়েকটি একাডেমি ও সংস্থার সমন্বয়ে রোমান কুরিয়া গঠিত।

ভ্যাটিকানে নাগরিকত্ব দেওয়া হয় ‘জুস অফিসি’ পদ্ধতিতে। অর্থাৎ বিষয়টি বসবাস ও কর্মসংস্থানের ওপর নির্ভর করে।

এখানকার আইনব্যবস্থা ইতালির মতো। অভিযুক্ত ব্যক্তির বিচার করা হয় রাষ্ট্রের ছোট আদালতে। বিচার-সংক্রান্ত খবরাখবর ভ্যাটিকানের পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া প্রায় ৪০টি ভাষায় পরিচালিত ‘ভ্যাটিকান মিডিয়া’ এসব খবর প্রকাশ করে।

আরও পড়ুনপ্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫

এখানকার কর্মীরা করমুক্ত বেতন পান। তাঁরা বিনা মূল্যে চিকিৎসাসেবা উপভোগ করেন। তবে তাঁরা কোনো শ্রমিক ইউনিয়ন গঠন বা তাতে যোগ দিতে পারেন না। তাঁরা ভ্যাটিকানের সুপারমার্কেট, ডাকঘর ও ফার্মেসি ব্যবহার করতে পারেন। তাঁরা ভ্যাটিকানের ছোট্ট রেলপথও (বিশ্বের ক্ষুদ্রতম জাতীয় রেলপথ) ব্যবহার করতে পারেন।

ভ্যাটিকান সিটির লোকজন ইনস্টিটিউট ফর রিলিজিয়াস ওয়ার্কসে (আইওআর) অর্থ জমা রাখেন। এটি মূলত ভ্যাটিকান ব্যাংক নামে বেশি পরিচিত।

ভ্যাটিকানের জাতীয় সংগীতের নাম ‘পন্টিফিক্যাল মার্চ’। এটি বিশ্বের একমাত্র জাতীয় সংগীত, যা লাতিন ভাষায় গাওয়া হয়। ভ্যাটিকানের পতাকায় হলুদ ও সাদা রঙের দুটি অংশ আছে। পতাকায় খচিত রয়েছে সেন্ট পিটারের চাবি—স্বর্গের চাবি।

আরও পড়ুনপ্রথা ভেঙে ভ্যাটিকানের বাইরে সমাহিত পোপ ফ্রান্সিস১৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ