Samakal:
2025-08-01@17:18:23 GMT

দ্রুত চার্জে ৯০ ওয়াট ফ্ল্যাশ

Published: 27th, April 2025 GMT

দ্রুত চার্জে ৯০ ওয়াট ফ্ল্যাশ

বাংলাদেশে নতুন স্মার্টফোন ভি-৫০ লাইট মডেল উন্মোচন করেছে উদ্ভাবনী ও প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। বাজেটের মধ্যে তারুণ্যের পছন্দের সবকিছু সমন্বয় করা হয়েছে নতুন মডেলে। নির্মাতারা জানায়, নতুন মডেলে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনসদৃশ। সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতার কারণে স্ট্রিমিং ও গেমিং জগতে থাকা যাবে ঝামেলাহীন।
৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা ও অনেকটা সময় চার্জ ধরে রাখার সক্ষমতা রয়েছে এ মডেলে। টাইটানিয়াম গোল্ড রঙের সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা মডেলের প্রিমিয়াম ফিনিশ দৃশ্যমান করে। বৈচিত্র্যপূর্ণ রং, হাই গ্লস মেটাল ফ্রেমের সঙ্গে ৭.

৭৯ মিমি স্লিম ডিজাইন একে করেছে স্টাইলিশ।
জানা গেছে, ওজন ১৯৬ গ্রাম হওয়ায় এটি বহনে হালকা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আলট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫, যা সুন্দর অভিজ্ঞতা দেবে। মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স একে করেছে টেকসই। পানি আর ধুলা থেকে সুরক্ষার কথা বলছে আইপি৬৫ সার্টিফিকেশন। রঙের বৈচিত্র্যে রয়েছে টাইটেনিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক। মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত রং টাইটেনিয়াম গোল্ড।
ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সরের সঙ্গে অরা লাইট, যা স্বয়ংক্রিয় আলোর ভারসাম্য দিয়ে ছবিকে পেশাদার ও প্রাণবন্ত করে। ফ্রন্ট ক্যামেরার দ্বিগুণ জুম সুবিধায় সেলফি হবে ৩২ মেগাপিক্সেলের।
দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র‌্যাম (+বর্ধিত ৮ জিবি) সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি ৮ জিবি র‌্যাম (+বর্ধিত ৮ জিবি) আর ২৫৬ জিবি স্টোরেজ। 
থাকছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি, ৮ হাজার ৩৫০ আলটিমেট, ৫.৫ জি চিপসেট, যা স্মুথ মাল্টিটাস্কিং আর গেমিং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ