বাংলাদেশে নতুন স্মার্টফোন ভি-৫০ লাইট মডেল উন্মোচন করেছে উদ্ভাবনী ও প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। বাজেটের মধ্যে তারুণ্যের পছন্দের সবকিছু সমন্বয় করা হয়েছে নতুন মডেলে। নির্মাতারা জানায়, নতুন মডেলে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনসদৃশ। সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতার কারণে স্ট্রিমিং ও গেমিং জগতে থাকা যাবে ঝামেলাহীন।
৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা ও অনেকটা সময় চার্জ ধরে রাখার সক্ষমতা রয়েছে এ মডেলে। টাইটানিয়াম গোল্ড রঙের সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা মডেলের প্রিমিয়াম ফিনিশ দৃশ্যমান করে। বৈচিত্র্যপূর্ণ রং, হাই গ্লস মেটাল ফ্রেমের সঙ্গে ৭.
জানা গেছে, ওজন ১৯৬ গ্রাম হওয়ায় এটি বহনে হালকা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আলট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫, যা সুন্দর অভিজ্ঞতা দেবে। মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স একে করেছে টেকসই। পানি আর ধুলা থেকে সুরক্ষার কথা বলছে আইপি৬৫ সার্টিফিকেশন। রঙের বৈচিত্র্যে রয়েছে টাইটেনিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক। মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত রং টাইটেনিয়াম গোল্ড।
ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সরের সঙ্গে অরা লাইট, যা স্বয়ংক্রিয় আলোর ভারসাম্য দিয়ে ছবিকে পেশাদার ও প্রাণবন্ত করে। ফ্রন্ট ক্যামেরার দ্বিগুণ জুম সুবিধায় সেলফি হবে ৩২ মেগাপিক্সেলের।
দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম (+বর্ধিত ৮ জিবি) সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি ৮ জিবি র্যাম (+বর্ধিত ৮ জিবি) আর ২৫৬ জিবি স্টোরেজ।
থাকছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি, ৮ হাজার ৩৫০ আলটিমেট, ৫.৫ জি চিপসেট, যা স্মুথ মাল্টিটাস্কিং আর গেমিং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত