এসএসসি পরীক্ষা-২০২৫: রসায়ন বিষয়ে এ+ পেতে ১২ পরামর্শ
Published: 28th, April 2025 GMT
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের পরের পরীক্ষাটা হলো রসায়ন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো রসায়ন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বিষয়টি বেশ প্রয়োজন পড়বে। রসায়ন বিষয়ে মোট ১২টি অধ্যায় রয়েছে। সবগুলো অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে। তাই এ বিষয়টির সব অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে। বহুনির্বাচনি প্রশ্নেও কিছু গাণিতিক সমস্যা দেওয়া থাকে। কম সময়ে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। পরীক্ষার আগে যে দুই দিন সময় পাবে তখন গাণিতিক সমস্যা অনুশীলন করবে। রসায়নে বহুনির্বাচনি অংশে নম্বর থাকবে ২৫, সৃজনশীল বা রচনামূলক অংশে ৫০ এবং ব্যবহারিক অংশে নম্বর ২৫।
অধ্যায় ১—রসায়নের প্রথম অধ্যায় হলো রসায়নের প্রাথমিক ধারণা বিষয় নিয়ে। এখানে রসায়নের গুরুত্ব, গবেষণা প্রক্রিয়া, রসায়ন পরীক্ষাগারের সাংকেতিক চিহ্ন সম্পর্কে পড়বে। এখান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর আসতে পারে।
অধ্যায় ২—দ্বিতীয় অধ্যায়ে ব্যাপন, নিঃসরণ, ঊর্ধ্বপাতন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। মনে রেখো, আমরা যানবাহনের জ্বালানি হিসেবে যে সিএনজি গ্যাস ব্যবহার করে থাকি, এটা আসলে উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস। সৃজনশীল প্রশ্নের জন্য এ অধ্যায় গুরুত্বপূর্ণ।
আরও পড়ুননেদারল্যান্ডসে স্কলারশিপ, আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকলে আবেদন২৭ এপ্রিল ২০২৫অধ্যায় ৩—
পদার্থের গঠন অধ্যায়ে অণু-পরমাণু, ইলেকট্রন, প্রোটন, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখে নেবে। মৌলিক ও যৌগিক গ্যাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবে। তেজস্ক্রিয় আইসোটোপ ও তার ব্যবহার কিন্তু দরকারি। মনে রেখো, আবিষ্কৃত মৌলের সংখ্যা ১১৮টি, প্রকৃতিতে পাওয়া যায় ৯৮টি।
ছবি: দীপু মালাকারউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হচ্ছে আজ।
এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-আফগানিস্তান
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
রাজশাহী-খুলনা
সকাল ১০টা, টি স্পোর্টস
ঢাকা বিভাগ-রংপুর বিভাগ
বেলা ২টা, টি স্পোর্টস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-আর্সেনাল
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
টটেনহাম-ভিয়ারিয়াল
রাত ১টা, সনি স্পোর্টস ১
রিয়াল মাদ্রিদ-মার্শেই
রাত ১টা, সনি স্পোর্টস ২
জুভেন্টাস-ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস ৫
অ্যান্টিগা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২