আন্তর্জাতিক নৃত্য দিবস নৃত্যের একটি বৈশ্বিক উদযাপন। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকদের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করার জন্য। নৃত্যে অংশগ্রহণ এবং নৃত্য শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আজ  ২৯ এপ্রিল সারা বিশ্বে দিবসটি উৎসবমুখরভাবে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ ও আগামীকাল  জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’।

আজ বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালার সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এছাড়াও বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দের বক্তব্যের পর নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, সকল বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, নৃত্য পরিচালক ও শিল্পী বৃন্দরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

 জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন, সংগীত পরিচালনা করেছেন ফাহাল হোসাইন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনায় সৈয়দা শায়লা লিমা। ‘আদিবাসি নৃত্য’ পরিবেশন করবে তপস্যা, নৃত্য পরিচালনায় ফিফা চাকমা। মিউজিকের সাথে নৃত্য পরিবেশন করবে অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, নৃত্য পরিচালনায় মোফাসসল আলিফ। সমেবেত নৃত্য ‘সেদিন আর কত, আমাদের নানান, আহ্বান’ পরিবেশন করবে ভাবনা নৃত্যদল, নৃত্য পরিচালনায় সামিনা হোসেন। ‘বিদেশী লোক নৃত্য’ পরিবেশন করবে রেওয়াজ পারফর্মাস স্কুল, নৃত্য পরিচালনায় মুনমুন আহমেদ। সমবেত নৃত্য ‘অন্তহীন’ পরিবেশন করবে কাথ্যাকিয়া-দা সেন্টার অফ আর্টস, নৃত্য পরিচালনায় এস.

এম হাসান ইশতিয়াক। ‘ভরতনাট্যম পুষ্পাঞ্জলী’ পরিবেশন করবে নৃত্যসুর, নৃত্য পরিচালনায় সেলিনা হক। ‘সমসাময়িক নৃত্য’ পরিবেশন করবে নাইম খান ডান্স কোম্পানী, নৃত্য পরিচালনায় আবু নাইম। সমবেত নৃত্য ‘আনন্দধারা বহিছে ভুবনে’ পরিবেশন করবে দীক্ষা, নৃত্য পরিচালনায় সুইটি দাস। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করবে ‘বাংলাদেশের ঢোল’, নৃত্য পরিচালনায় ফারহানা চৌধুরী।

‘গৌড়ীয় আঙ্গিকে নৃত্য’ পরিবেশন করবে বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নৃত্য পরিচালনায় এগনেসর র্যা সেল প্রিয়াংকা। সমবেত নৃত্য ‘পরী জাফরানী’ পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্য পরিচালনায় নিলুফার ওয়াহিদ পাপড়ী। নবীন নৃত্যশিল্পী পরিবেশন করবে ‘ফোক মেলডী’। সমবেত নৃত্য ‘শক্তি’ পরিবেশন করবে আটিস্ট্রি, নৃত্য পরিচালনায় আরোহী ইসলাম। সমবেত নৃত্য ‘বৈশাখ’ পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, নৃত্য পরিচালনায় কবিরুল ইসলাম রতন। ‘মারমা উৎসব নৃত্য’ পরিবেশন করবে কালারস অব হিল, নৃত্য পরিচালনায় অন্তর দেওয়ান। ‘লোক আঙ্গিকে সৃজনশীল নৃত্য’ পরিবেশন করবে বন্যা ললিতকলা একাডেমি, নৃত্য পরিচালনায়  আব্দুর রশিদ স্বপন। দিব্য সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে নৃত্যগুরু জি. এ. মান্নান রচিত নৃত্য, নৃত্য পরিচালনায় দীপা খন্দকার। ‘রাঙ্গামাটির পথে লো’ পরিবেশন করবে নন্দন কলাকেন্দ্র, নৃত্য পরিচালনায় এম. আর ওয়াসেক। ৭০ দশকের সিনেমার গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি, নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ। ‘তালে লয়ে ছন্দে’ সমবেত নৃত্য পরিবেশন করবে ঘুঙুর নৃত্যালাপ, নৃত্য পরিচালনায় মোঃ নাজিব মাহফুজ লিমন। 

আগামীকাল বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২৯টি দল। এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল পকল এক ড ম ন ত যশ ল প ল দ শ শ ল পকল সমব ত ন ত য এক ড ম র অন ষ ঠ ন করব ন ন করব

এছাড়াও পড়ুন:

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এসব প্রতিষ্ঠানের একেকটি ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। সেই তুলনায় এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছর অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমোদনপত্রে বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না। অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়। সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানির অনুমতি বাতিল করতে পারবে।

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশান ও মাশফি অ্যান্ড ব্রাদার্স, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস ও আনরাজ ফিশ প্রোডাক্টস, যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, লাকী ট্রেডিং, রহমান ইমপেক্স ফিস এক্সপোর্ট, মোহাতাব অ্যান্ড সন্স, জনতা ফিস, বিশ্বাস ট্রেডার্স ও কেবি এন্টারপ্রাইজ, ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন, বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, এ আর এন্টারপ্রাইজ ও তানিসা এন্টারপ্রাইজ, পাবনার নোমান এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, আরফি ট্রেডিং করপোরেশন, জারিফ ট্রেডিং করপোরেশন, জারিন এন্টারপ্রাইজ, ফারিয়া ইন্টারন্যাশনাল ও সততা ফিস, ভোলার রাফিদ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মা এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স।

সম্পর্কিত নিবন্ধ

  • কলকাতায় পোড়ানো হলো ড. ইউনূসের কুশপুতুল 
  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান