রাশিয়া আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে ইসলামিক স্টেটের আফগান শাখার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। শুক্রবার মস্কোর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত জমির কাবুলভ এ তথ্য জানিয়েছেন।

জমির কাবুলভ ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) কে মস্কো ও কাবুলের ‘যৌথ শত্রু’ হিসাবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, “আমরা বিশেষায়িত কাঠামোর মাধ্যমে (আফগানিস্তানের) কর্তৃপক্ষকে আমাদের সর্বোত্তম সহায়তা প্রদান করব।”

২০ বছরের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০২১ সালে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ওই বছরের আগস্টে ক্ষমতা দখলকারী তালেবান সরকারকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু স্বীকৃতির দিকে এক ধাপ এগিয়ে, রাশিয়া গত মাসে আনুষ্ঠানিকভাবে তালেবানকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে। গত বছর প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন বলেছিলেন,  সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান এখন রাশিয়ার ‘মিত্র।’

২০২৪ সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে ১৪৫ জনকে গুলি করে হত্যা করে আইএসআইএস-কে। তালেবান জানিয়েছে, তারা আফগানিস্তানে এই গোষ্ঠীটির উপস্থিতি নির্মূল করার জন্য কাজ করছে।

কাবুলভ জানিয়েছেন, মস্কো ও কাবুল বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গড়ে তুলছে। রাশিয়া মস্কোতে একজন আফগান রাষ্ট্রদূতকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং কাবুলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, তালেবানের উপর মস্কোর নিষেধাজ্ঞা স্থগিত করার ফলে “বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতার পথে সব বাধা অবশেষে দূর হবে। মস্কোতে আফগান রাষ্ট্রদূতের আগমন এই সমস্যার চূড়ান্ত অবসান ঘটাবে।”

রাশিয়া গত মাসে জানিয়েছে, তারা কাবুলের সাথে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করছে, ভবিষ্যতের জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগাবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ