রাশিয়া আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে ইসলামিক স্টেটের আফগান শাখার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। শুক্রবার মস্কোর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত জমির কাবুলভ এ তথ্য জানিয়েছেন।

জমির কাবুলভ ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) কে মস্কো ও কাবুলের ‘যৌথ শত্রু’ হিসাবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, “আমরা বিশেষায়িত কাঠামোর মাধ্যমে (আফগানিস্তানের) কর্তৃপক্ষকে আমাদের সর্বোত্তম সহায়তা প্রদান করব।”

২০ বছরের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০২১ সালে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ওই বছরের আগস্টে ক্ষমতা দখলকারী তালেবান সরকারকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু স্বীকৃতির দিকে এক ধাপ এগিয়ে, রাশিয়া গত মাসে আনুষ্ঠানিকভাবে তালেবানকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে। গত বছর প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন বলেছিলেন,  সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান এখন রাশিয়ার ‘মিত্র।’

২০২৪ সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে ১৪৫ জনকে গুলি করে হত্যা করে আইএসআইএস-কে। তালেবান জানিয়েছে, তারা আফগানিস্তানে এই গোষ্ঠীটির উপস্থিতি নির্মূল করার জন্য কাজ করছে।

কাবুলভ জানিয়েছেন, মস্কো ও কাবুল বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গড়ে তুলছে। রাশিয়া মস্কোতে একজন আফগান রাষ্ট্রদূতকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং কাবুলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, তালেবানের উপর মস্কোর নিষেধাজ্ঞা স্থগিত করার ফলে “বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতার পথে সব বাধা অবশেষে দূর হবে। মস্কোতে আফগান রাষ্ট্রদূতের আগমন এই সমস্যার চূড়ান্ত অবসান ঘটাবে।”

রাশিয়া গত মাসে জানিয়েছে, তারা কাবুলের সাথে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করছে, ভবিষ্যতের জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগাবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

তালেবানকে সহায়তা করবে রাশিয়া

রাশিয়া আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে ইসলামিক স্টেটের আফগান শাখার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। শুক্রবার মস্কোর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত জমির কাবুলভ এ তথ্য জানিয়েছেন।

জমির কাবুলভ ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) কে মস্কো ও কাবুলের ‘যৌথ শত্রু’ হিসাবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, “আমরা বিশেষায়িত কাঠামোর মাধ্যমে (আফগানিস্তানের) কর্তৃপক্ষকে আমাদের সর্বোত্তম সহায়তা প্রদান করব।”

২০ বছরের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০২১ সালে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ওই বছরের আগস্টে ক্ষমতা দখলকারী তালেবান সরকারকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু স্বীকৃতির দিকে এক ধাপ এগিয়ে, রাশিয়া গত মাসে আনুষ্ঠানিকভাবে তালেবানকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে। গত বছর প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন বলেছিলেন,  সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান এখন রাশিয়ার ‘মিত্র।’

২০২৪ সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে ১৪৫ জনকে গুলি করে হত্যা করে আইএসআইএস-কে। তালেবান জানিয়েছে, তারা আফগানিস্তানে এই গোষ্ঠীটির উপস্থিতি নির্মূল করার জন্য কাজ করছে।

কাবুলভ জানিয়েছেন, মস্কো ও কাবুল বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গড়ে তুলছে। রাশিয়া মস্কোতে একজন আফগান রাষ্ট্রদূতকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং কাবুলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, তালেবানের উপর মস্কোর নিষেধাজ্ঞা স্থগিত করার ফলে “বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতার পথে সব বাধা অবশেষে দূর হবে। মস্কোতে আফগান রাষ্ট্রদূতের আগমন এই সমস্যার চূড়ান্ত অবসান ঘটাবে।”

রাশিয়া গত মাসে জানিয়েছে, তারা কাবুলের সাথে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করছে, ভবিষ্যতের জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগাবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ