শামীম ওসমানদের (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) আমলে নারায়ণগঞ্জ ত্রাসের নগরী হিসেবে পরিচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। তিনি বলেছেন, ‘এই শামীম ওসমানরা প্রতিবারই ক্ষমতা পরিবর্তনের পরপরই পালিয়ে যায়। কিন্তু আবার নব্য শামীম ওসমানরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তাই আমরা বলতে চাই, জুলাই–পরবর্তী এই বাংলাদেশে আর কোনো মাফিয়া বা নব্য শামীম ওসমানের যেন জন্ম না হয়।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীর ৪ নম্বর সড়কে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এই মন্তব্য করেন। শুক্রবার বিকেলে এই সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদ।

লড়াকু ছাত্র-জনতা আগামী দিনে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না উল্লেখ করে সমাবেশে নুরুল হক বলেন, ‘আগামীতে যাঁরা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোটকেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হবেন, সেই দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, দেশ শাসন করবে।’

যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহসভাপতি ওয়াহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ। এ সময় গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাহিদসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন‘ফুল স্টপ মারেন’—মানবিক করিডর প্রসঙ্গে সরকারকে নুরুল হক০১ মে ২০২৫

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক আরও বলেন, ‘কোনো কোনো দল যদি ভাবে আমরা একাই এক শ, আমরাই সব নিয়ন্ত্রণ করব, আমরাই হর্তাকর্তা, তাদের বলব, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করেননি, ১৬ বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হটাতে বুক পেতে দিয়েছিল। সেই বীর লড়াকু ছাত্র-জনতা-আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না।’

দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে নুরুল হক বলেন, ‘আমাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকর পরিষদের বার্তাকে জনগণের কাছে নিয়ে যাওয়া।’ গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে উল্লেখ করে তিনি মানুষের বিকল্প আশাআকাঙ্ক্ষা পূরণে প্রতিটি আসনে নেতা–কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।  

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান তাঁর বক্তব্যে বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকের এই বাংলাদেশে শেখ হাসিনার পতন হতো না। ২৪ সালের গণ-অভুত্থ্যান এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই। কিন্তু আমাদের ভাইয়েরা নতুন বন্দোবস্তকারীরা আজকে সেটি অস্বীকার করে।’

এদিকে অনুষ্ঠান মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ ন র ল হক

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম মাহমুদ
  • জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
  • ফরিদপুরে সীমানা নিয়ে ডিসির চিঠি, এলাকাবাসীর ৫ দাবি
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা