বিরে গারস: যে কুয়ায় নবীজি (সা.) গোসল করতেন
Published: 5th, May 2025 GMT
বিরে গারস কুয়াটির অবস্থান মদিনার কুবা মসজিদের কাছে। এই কুয়া মহানবী (সা.)–এর জীবন ও কর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইসলামের প্রাথমিক যুগে কুয়াটি খনন করেছিলেন সাদ বিন খাইসামা বিন আল-হারিসের দাদা মালিক বিন আল-নাহহাত। কুয়াটি পড়েছে মদিনার আল-আওয়ালি জেলার বাথহান উপত্যকায়, যা মসজিদে নববি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং কুবা মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে।
মহানবী (সা.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ–ভারত: মোরছালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ
দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বিস্তারিত আসছে
ঢাকা/এসবি