কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
Published: 7th, May 2025 GMT
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরফাত (৩০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কামাল হোসেনের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘দুপুরে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আরফাত। এসময় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর ভেসে উঠলে সি-সেইফ লাইফ গার্ডের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’’
ঢাকা/তারেকুর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাজারে এলো ৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু
দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’র উদ্বোধন করেছে।
সম্প্রতি বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫-এর ট্রেনিং হলে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন এই টয়লেট টিস্যুটি তিনটি স্তরে (৩-প্লাই) প্রস্তুত করা হয়েছে, যা অতিরিক্ত মসৃণতা, দৃঢ়তা এবং শোষণক্ষমতা নিশ্চিত করে। আধুনিক জীবনের স্বাস্থ্যবিধি ও আরামের কথা মাথায় রেখে এটি প্রিমিয়াম মানের একটি পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) ইমরানুল কবিরসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘বসুন্ধরা টয়লেট টিস্যু ৩-প্লাই’ বাজারে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে এবং প্রতিদিনের ব্যবহারে ভোক্তাদের গুণগত ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/ইভা