শায়েস্তাগঞ্জে বিএনপির বিশাল জনসভা আজ, প্রধান অতিথি টুকু
Published: 8th, May 2025 GMT
বাংলাদেশ বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আজ বিশাল জনসভা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রেলওয়ে পার্কিংয়ে আয়োজিত এ জনসভার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শায়েস্তাগঞ্জ উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর শাখা। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। স্থানে স্থানে করা হয়েছে পরামর্শ সভা। এতে করে দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। বিশেষ বক্তা শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি মো.
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে জনসভা যৌথভাবে পরিচালনা করবেন- পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মজিদ ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।
সভাকে সফল করতে উপজেলা থেকে শুরু করে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিয়েছেন। জনসভাস্থল শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং প্রস্তুত করা হয়েছে। দুপুরে এ সভাস্থল তৃণমূলের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কম ট র স ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
চাকরিচ্যুতদের বিক্ষোভে চট্টগ্রামের পটিয়ায় ২০ ব্যাংকের সেবা বন্ধ
দেশের ৬টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভের মুখে চট্টগ্রামের পটিয়ায় অন্তত ২০টি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা পটিয়ায় সব ব্যাংকের এটিএম বুথও অবরুদ্ধ করে রেখেছেন। এতে বিপাকে পড়েছেন ব্যাংক ও এটিএম বুথে সেবা নিতে আসা মানুষেরা। আজ রোববার সকাল নয়টা থেকে কর্মকর্তা-কর্মচারীদের এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর অধিকাংশই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। বেশ কিছু দিন ধরে চাকরিচ্যুত ব্যক্তিরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা আজ পটিয়ায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তাঁদের দাবি, বিনা নোটিশে, বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাতটায় পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য পটিয়া আদর্শ বিশ্ববিদ্যালয় মাঠে জড়ো হন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখান থেকে সকাল নয়টার দিকে পটিয়ায় অবস্থিত সব ব্যাংকের শাখার সামনে একযোগে অবস্থান নেন তাঁরা। তাঁদের বাধার মুখে ব্যাংকগুলোয় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা ঢুকতে পারেননি। এসব ব্যাংকের মধ্যে ৬টি সরকারি ও ১৪টি বেসরকারি। বেলা সাড়ে ১১টায় এ সংবাদ লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
জানতে চাইলে জনতা ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন প্রথম আলোকে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় আজ গ্রাহকের চাপ বেশি। অনেক গ্রাহক সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। আবার অনেকেই তাঁদের ফোন দিচ্ছেন। তবে আন্দোলনকারীরা অবরোধ করে রাখায় তাঁরা সেবা দিতে পারছেন না।
আন্দোলনকারীদের একজন শিবলু আলম। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা শাখার ক্যাশ অফিসার ছিলেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, হঠাৎ কোনো কারণ ছাড়াই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি অসহায় হয়ে পড়েছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তিনি অন্যদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন।
পটিয়ায় বেসরকারি ব্যাংকের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। আজ বেলা ১১টায়