শায়েস্তাগঞ্জে বিএনপির বিশাল জনসভা আজ, প্রধান অতিথি টুকু
Published: 8th, May 2025 GMT
বাংলাদেশ বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আজ বিশাল জনসভা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রেলওয়ে পার্কিংয়ে আয়োজিত এ জনসভার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শায়েস্তাগঞ্জ উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর শাখা। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। স্থানে স্থানে করা হয়েছে পরামর্শ সভা। এতে করে দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। বিশেষ বক্তা শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি মো.
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে জনসভা যৌথভাবে পরিচালনা করবেন- পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মজিদ ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।
সভাকে সফল করতে উপজেলা থেকে শুরু করে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিয়েছেন। জনসভাস্থল শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং প্রস্তুত করা হয়েছে। দুপুরে এ সভাস্থল তৃণমূলের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কম ট র স ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত
জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে আয়োজনের কার্যক্রম বন্ধ করেছে আয়োজক সূর্য ক্লাব।
আয়োজক কমিটি জানায়, দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমস ও তাঁর দল নগর বাউলের কনসার্টের প্রস্তুতি নেওয়া হয়েছিল মেহেরপুর জেলা স্টেডিয়ামে। এ জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়। তবে ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কোর কমিটি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে কনসার্টের অনুমতি দেয়নি। আপাতত কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি নাহিদ মাহমুদ জানান, আগামী ১০ অক্টোবর কনসার্টের পরিকল্পনা ছিল। আশপাশের জেলা থেকেও দর্শকসমাগম হতো। কোলাহল ও জনসমাগমের বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসন অনুমতি দেয়নি।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম বলেন, কনসার্টের খবর ছড়িয়ে পড়ায় যুবকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। অনুমতি না পাওয়ায় সবাই হতাশ হয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শকদের শৃঙ্খলা রক্ষার কাজ করতে পারত বলে তিনি মনে করেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম জানান, কোর কমিটির সিদ্ধান্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। ব্যাপক জনসমাগম হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এই বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।