রণবীরের অভিনয়ের প্রথম শিক্ষক ছিলেন নওয়াজুদ্দিন
Published: 8th, May 2025 GMT
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। ছবিটি বক্স অফিসে সুবিধা না করতে পারলেও পরিচালকদের নজরে আসেন এই অভিনেতা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, আজ তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাদের একজন। তবে জানেন কী, এ সাফল্যের পেছনে রয়েছে বলিউডের একজন অভিনেতার হাত? অভিষেকের আগে রণবীর প্রশিক্ষণ নিয়েছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কাছে।
সম্প্রতি পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন নওয়াজুদ্দিন। একজন অভিনেতার পাশাপাশি তিনি যে একজন প্রশিক্ষক, সে কথাও জানান। তিনি জানান, অনেক অভিনেতার পাশাপাশি রণবীর সিংকেও অভিনয়ের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি।
নওয়াজ বলেন, ‘২০১২ সালে “গ্যাংস অব ওয়াসিপুর”–এর সাফল্যের পর জনপ্রিয়তা পাই আমি। যদিও তার আগে অনেক ছবিতে অভিনয় করেছিলাম। ওই সময় শুধু অভিনয় নয়, নবাগতদের অভিনয়ের প্রশিক্ষণ দিতাম। ২০১০ সালে কিছু সময়ের জন্য রণবীর সিংকেও প্রশিক্ষণ দিয়েছিলাম। তখন ও প্রায়ই আমার কাছে আসত অভিনয় শেখার জন্য। আমার কাছে অভিনয় শিখতে স্বচ্ছন্দ বোধ করত ও।’
তবে রণবীরের সাফল্যের কৃতিত্ব নিতে নারাজ নওয়াজ। বরং তিনি বলেন, ‘রণবীর ভীষণ ভালো একজন অভিনেতা। অভিনয় শেখানো যায় না, প্রতিভা থাকতে হয়। আপনি শুরুতে পথ দেখিয়ে দিতে পারেন, বাকিটা নিজেকেই গড়ে নিতে হয়।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইমিগ্রেশনের অতিরিক্ত এসপি প্রত্যাহার, মামলার তদন্ত কর্মকর্তা বরখাস্ত
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।