দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। শুক্রবার বাদ আসর শহরের নীচাবাজার চৌধুরীবাড়ি জামে মসজিদ ও আলাইপুর দারুণ সালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রাজ্জাক, নাটোরের জ্যেষ্ঠ সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবলি সাদিক, নাটোর আদালতের এপিপি শাহেদ মাহমুদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি নাইমুর রহমান, সমকালের লালপুর প্রতিনিধি আশিকুর রহমান টুটুল, সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, সিংড়ার জ্যেষ্ঠ সাংবাদিক শারফুল হক খোকন, নবীউর রহমান পিপলুর ছোট ভাই কোরবান আলী, আব্দুর রহমান, নাইমুর রহমান রনি, ভাগ্নে সানিউল ইসলামসহ পরিবারের সদস্যরা। পরে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে নবীউর রহমান পিপলু রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীউর রহমান পিপলু মারা যান। পরদিন নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়ীখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৩ আগস্ট ২০২৫)

উয়েফা সুপার কাপে আজ ইউরোপা লিগজয়ী টটেনহামের মুখোমুখি চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

উয়েফা সুপার কাপ

পিএসজি–টটেনহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

দ্য হানড্রেড (নারী)

সাউদার্ন–নর্দার্ন
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস ১

দ্য হানড্রেড (পুরুষ)

সাউদার্ন–নর্দার্ন
রাত ৮টা, সনি স্পোর্টস ১

ওয়েলশ–ম্যানচেস্টার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ১

টেনিস

সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ