সাংবাদিক পিপলুর রূহের মাগফিরাত কামনায় দোয়া
Published: 9th, May 2025 GMT
দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। শুক্রবার বাদ আসর শহরের নীচাবাজার চৌধুরীবাড়ি জামে মসজিদ ও আলাইপুর দারুণ সালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রাজ্জাক, নাটোরের জ্যেষ্ঠ সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবলি সাদিক, নাটোর আদালতের এপিপি শাহেদ মাহমুদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি নাইমুর রহমান, সমকালের লালপুর প্রতিনিধি আশিকুর রহমান টুটুল, সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, সিংড়ার জ্যেষ্ঠ সাংবাদিক শারফুল হক খোকন, নবীউর রহমান পিপলুর ছোট ভাই কোরবান আলী, আব্দুর রহমান, নাইমুর রহমান রনি, ভাগ্নে সানিউল ইসলামসহ পরিবারের সদস্যরা। পরে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে নবীউর রহমান পিপলু রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীউর রহমান পিপলু মারা যান। পরদিন নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়ীখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১০ মে ২০২৫)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে দুটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও লা লিগায় আছে কয়েকটি ম্যাচ।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
রহতমতগঞ্জ–ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
পুলিশ এফসি–আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস
ব্রেমেন–লাইপজিগ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
বায়ার্ন মিউনিখ–মনশেনগ্লাডবাখ
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
সাউদাম্পটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুলহাম–এভারটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
বোর্নমাউথ–অ্যাস্টন ভিলা
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
আতলেতিকো মাদ্রিদ–সোসিয়েদাদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ