বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের প্রেমটা পুরোনো। বিভিন্ন সময় দামি গাড়ি কিনে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। তবে একের পর এক গাড়িও কিনেও যেন ক্লান্ত নন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি আবারও নতুন গাড়ি কিনে আলোচনায় এসেছেন সান্তোস ফরোয়ার্ড।

নেইমারের সংগ্রহে নতুন করে যুক্ত হওয়া গাড়িটি হচ্ছে পোরশে ৯১১ জিটি৩ আরএস। এই গাড়ির দাম ২ লাখ ৪১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায়, তেমন প্রযুক্তি ব্যবহার করেই বানানো হয়েছে এই মডেলের গাড়িগুলো।

নেইমারের নতুন কেনা এই পোরশে মাত্র ৩.

২ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত তুলতে পারে। মূলত ৫২৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের কারণেই এটি সম্ভব। প্রস্তুতকারক কোম্পানির মতে, গাড়িটির রয়েছে ‘সক্রিয় অ্যারোডাইনামিকস (যা গাড়ির গতি, স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতার ওপর প্রভাব ফেলে), উচ্চ ডাউনফোর্স এবং একটি হালকা ও সুনির্দিষ্ট গঠন।’

আরও পড়ুননেইমারের চাওয়া: ২৫ কক্ষের বাড়ি, ৮টি গাড়ি, ব্যক্তিগত বিমান....১৭ আগস্ট ২০২৩

এই গাড়ির বিশেষত্ব নিয়ে প্রস্তুতকারক কোম্পানিটি আরও বলেছে, ‘৯১১ জিটি৩ আরএস একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পোর্টস কার। এটি রেস ট্র্যাকে তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে এবং একই সঙ্গে সড়কে চলার উপযোগীও বটে।

নিজের গাড়িতে নেইমার

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

সেই নারীর দাবি, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ সময় তিনি তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন।

ইন্ডিয়া টুডে তাদের সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে। পাশাপাশি পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগ নিষ্পত্তির জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অভিযোগ করা নারী ১৪ জুন মহিলা হেল্পলাইনে একটি অভিযোগও দায়ের করেছিলেন।

গুজরাটের হয়েও খেলেছিলেন যশ

সম্পর্কিত নিবন্ধ

  • দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ