নেইমারের বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন সদস্য, জেনে নিন দামসহ অন্যান্য তথ্য
Published: 11th, May 2025 GMT
বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের প্রেমটা পুরোনো। বিভিন্ন সময় দামি গাড়ি কিনে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। তবে একের পর এক গাড়িও কিনেও যেন ক্লান্ত নন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি আবারও নতুন গাড়ি কিনে আলোচনায় এসেছেন সান্তোস ফরোয়ার্ড।
নেইমারের সংগ্রহে নতুন করে যুক্ত হওয়া গাড়িটি হচ্ছে পোরশে ৯১১ জিটি৩ আরএস। এই গাড়ির দাম ২ লাখ ৪১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায়, তেমন প্রযুক্তি ব্যবহার করেই বানানো হয়েছে এই মডেলের গাড়িগুলো।
নেইমারের নতুন কেনা এই পোরশে মাত্র ৩.
এই গাড়ির বিশেষত্ব নিয়ে প্রস্তুতকারক কোম্পানিটি আরও বলেছে, ‘৯১১ জিটি৩ আরএস একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পোর্টস কার। এটি রেস ট্র্যাকে তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে এবং একই সঙ্গে সড়কে চলার উপযোগীও বটে।
নিজের গাড়িতে নেইমারউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুমার আজান দেয়া হলো না মুয়াজ্জিনের
ঝালকাঠির নলছিটিতে জুমার দিনে আজান দেওয়ার প্রস্তুতি নিয়ে অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল খান বারইকরন গ্রামের বাসিন্দা ও দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী লিটন বলেন, ‘‘জুমার আজান দেয়ার আগে অজু করতে ঘাটলায় নামেন আফজাল খান। একপর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যান তিনি। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’
আরো পড়ুন:
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু
চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’
ঢাকা/অলোক/রাজীব