বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের প্রেমটা পুরোনো। বিভিন্ন সময় দামি গাড়ি কিনে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। তবে একের পর এক গাড়িও কিনেও যেন ক্লান্ত নন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি আবারও নতুন গাড়ি কিনে আলোচনায় এসেছেন সান্তোস ফরোয়ার্ড।

নেইমারের সংগ্রহে নতুন করে যুক্ত হওয়া গাড়িটি হচ্ছে পোরশে ৯১১ জিটি৩ আরএস। এই গাড়ির দাম ২ লাখ ৪১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায়, তেমন প্রযুক্তি ব্যবহার করেই বানানো হয়েছে এই মডেলের গাড়িগুলো।

নেইমারের নতুন কেনা এই পোরশে মাত্র ৩.

২ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত তুলতে পারে। মূলত ৫২৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের কারণেই এটি সম্ভব। প্রস্তুতকারক কোম্পানির মতে, গাড়িটির রয়েছে ‘সক্রিয় অ্যারোডাইনামিকস (যা গাড়ির গতি, স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতার ওপর প্রভাব ফেলে), উচ্চ ডাউনফোর্স এবং একটি হালকা ও সুনির্দিষ্ট গঠন।’

আরও পড়ুননেইমারের চাওয়া: ২৫ কক্ষের বাড়ি, ৮টি গাড়ি, ব্যক্তিগত বিমান....১৭ আগস্ট ২০২৩

এই গাড়ির বিশেষত্ব নিয়ে প্রস্তুতকারক কোম্পানিটি আরও বলেছে, ‘৯১১ জিটি৩ আরএস একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পোর্টস কার। এটি রেস ট্র্যাকে তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে এবং একই সঙ্গে সড়কে চলার উপযোগীও বটে।

নিজের গাড়িতে নেইমার

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

থুসিডিডিসের কলমে পেলোপোনেসীয় যুদ্ধের ইতিহাস

সমালোচনামূলক ইতিহাসের জনক থুসিডিডিস সম্পর্কে যা কিছু জানা যায়, তার সবকিছু তিনি নিজেই বলে গেছেন আমাদের; তবে তা নেহাতই অল্প। খুবই অবাক করা বিষয় হলো, যেসব গ্রিক মনীষী অমরত্ব লাভ করেছেন, তাঁদের মধ্যে থুসিডিডিসের অসংখ্য অনুকরণকারী থাকলেও জীবনীকার নেই একজনও।

এই বিখ্যাত এথেনীয়র জন্ম ৪৭০ থেকে ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে, সাহিত্য, শিল্প আর চিন্তার স্বর্ণযুগে—ইস্কিলাস, সফোক্লিস, ইউরিপিডিস, অ্যারিস্টোফেনিস, হেরোডোটাস আর সক্রেটিসের শতাব্দীতে। কিন্তু তারপরেও, যে বইটি থুসিডিডিসকে গ্রিক বিদ্বজ্জনদের প্যান্থিয়নে চিরস্থায়ী আসনে বসিয়েছে, সেই ‘পেলোপোনেসীয় যুদ্ধের ইতিহাস’ নামক গ্রন্থে তাঁর এই মহৎ সমসাময়িকদের কারও উল্লেখ নেই। কারণ, থুসিডিডিস নিজেকে নিয়োজিত করেছিলেন ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোর মধ্যকার দ্বন্দ্বের বর্ণনা দেওয়ার কাজে, যে নগররাষ্ট্রগুলো আয়তন ও জনসংখ্যার দিক থেকে অনেকটাই ছোট। লন্ডনের অসংখ্য শহরতলির কোনোটির চেয়ে বড় হবে না, এমন অল্প কিছু নগরের ভাগ্য ও নেতার দিকেই তিনি পুরোপুরি মনোনিবেশ করেছিলেন।

থুসিডিডিসের পাণ্ডুলপি

সম্পর্কিত নিবন্ধ