ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৪ সালের জুন মাসে। সে আবেদন শেষ হয়েছে গত বছরেই। গতকাল বুধবার (১৬ এপ্রিল) সেসব পদে নিয়োগের জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩ ক্যাটাগরির পদে ১৫৮ জনকে নিয়োগ আবেদন শুরু হবে ২১ এপ্রিল সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ৬/১০/২০২৪ এর বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই।

১.


পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

আরও পড়ুনবেসরকারি ব্যাংকে এমটি পদে চাকরি, বেতন ৭৫০০০ টাকা০৯ মে ২০২৫

২.
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুনএসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল১০ মে ২০২৫

৩.
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন৪৬তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি জানা যাবে শিগগিরই২ ঘণ্টা আগে

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমম ন

এছাড়াও পড়ুন:

বুদ্ধ পূর্ণিমার বন্ধেও চলছে চবির ভর্তি কার্যক্রম 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ রোববার। বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করবেন বৌদ্ধধর্মাবলম্বীরা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। তবে এই ছুটির দিনও চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি কার্যক্রম। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সামনে দেখা গেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উপস্থিতি। লাইন ধরে দাড়িয়ে ভর্তি প্রক্রিয়া কাজ করছেন তারা। গত ৬ মে থেকে শুরু হয়েছে তাদের প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম। চলবে আগামীকাল ১২ মে পর্যন্ত। তবে আজ সরকারি ছুটি থাকায় শাটল ট্রেন চলেছে বন্ধের শিডিউলে। তাই বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের। বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রধান ধর্মীয় উৎসবের দিনেও করতে হচ্ছে ভর্তির কার্যক্রম। এই নিয়ে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু বলেন, বুদ্ধ পূর্ণিমা একজন মহামানবের জন্মতিথি। এ উপলক্ষে বাংলাদেশে একটি মাত্র দিন বন্ধ থাকে। সেই দিনেও যদি ভর্তি কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ কাজ রাখা হয়, তাহলে তো সেই মহামানবের প্রতি আন্তরিকতা যথাযথ প্রকাশ হলো না। 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী অন্বেষ চাকমা বলেন, আজকে বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তবে দেখা যাবে ছোট ভাই-বোন যারা ১ম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা পূর্ণিমার আয়োজন রেখে ভর্তি কার্যক্রম পরিচালনা করছেন। প্রশাসনের এই ধরণের কাজ উদ্বেগজনক। আশা করছি সব ধর্মের মানুষের উৎসবের দিনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. সাইফুল ইসলাম সমকালকে বলেন, আজকের দিনে ভর্তি কার্যক্রম চালু রাখার মূল উদ্দেশ্য কিছু শিক্ষার্থীর উপকারে আসা। বৌদ্ধ পূর্ণিমার ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চালু রাখার কারণ হলো—শেষ দিনে যেন অতিরিক্ত ভিড় বা চাপ না পড়ে। আমরা ভর্তি কার্যক্রমের জন্য মোট পাঁচ দিন সময় নির্ধারণ করেছি। যাদের আজ কোনো অসুবিধা হচ্ছে, তারা আগামীকাল এসে ভর্তি হতে পারবেন। এছাড়াও, গত কয়েকদিন ধরেই আমরা এই প্রক্রিয়াটি সীমিত ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করছি।

উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা ১ মার্চ, ‘বি’ ইউনিটের পরীক্ষা ৮ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ১০ মার্চ, ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা ১১ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৫ মার্চ, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ মার্চ, ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ মার্চ অনুষ্ঠিত হয়।

গত ০৫ মে এই ইউনিট গুলোর ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে ০৬ মে থেকে পাঁচদিন প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এসময় নির্ধারিত অনুষদের ডিন অফিসে ভর্তি প্রার্থীকে স্বাক্ষরসহ এক কপি বিভাগ/বিষয় পছন্দক্রম ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি ও এইচ.এস.সি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল মার্কসিট, মূল সার্টিফিকেট, মূল টেস্টিমোনিয়াল, জন্ম নিবন্ধনের ফটোকপি, সত্যায়িত ০৬ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উল্লেখিত সকল ডকুমেন্ট ও সনদের সত্যায়িত ০১ সেট ফটোকপি জমা দিতে হয়। একই সঙ্গে উক্ত কাগজপত্রের সঙ্গে সাড়ে ৩ হাজার টাকা জমা দিতে হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রস্তাবে আটকে আছে সড়ক সংস্কার কাজ
  • পরিপত্র জারি হলে আ.লীগের ওয়েবসাইট-ফেসবুক বন্ধে পদক্ষেপ: ফয়েজ আহমদ
  • বুদ্ধ পূর্ণিমার বন্ধেও চলছে চবির ভর্তি কার্যক্রম 
  • ১৯ মে ঢাকায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’
  • পাকিস্তান কি ভারতের সঙ্গে আরেকটা সংঘাত সামলাতে সক্ষম?
  • রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু ১২ মে
  • প্রাথমিকে দেশ সেরা স্কুল দিনাজপুরের সুব্রত খাজাঞ্জী
  • গত বছর কেউ রেকর্ড মুনাফায়, কেউ বড় লোকসানে
  • রিমান্ড শেষে কারাগারে জাফর