নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ
Published: 12th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ভবনে অটোরিকশা চালকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাটসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ মে) সকালে হামলার ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘অটোরিকশাচালকরা হঠাৎ করে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুধু হামলা নয়, তারা প্রায় দেড় ঘণ্টা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।’’
আরো পড়ুন:
রাতে আবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা
বৈষম্যবিরোধী ৩ নেতার ওপর হামলা, প্রতিবাদে সমাবেশ
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনে অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। এর জেরে সোমবার সকালে অটোরিকশাচালকরা সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন সামনে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও কিছুক্ষণ পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে হামলা চালায়।
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের্য
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।