নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ভবনে অটোরিকশা চালকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাটসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ মে) সকালে হামলার ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘অটোরিকশাচালকরা হঠাৎ করে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুধু হামলা নয়, তারা প্রায় দেড় ঘণ্টা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।’’

আরো পড়ুন:

রাতে আবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা

বৈষম্যবিরোধী ৩ নেতার ওপর হামলা, প্রতিবাদে সমাবেশ

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনে অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। এর জেরে সোমবার সকালে অটোরিকশাচালকরা সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন সামনে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও কিছুক্ষণ পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে হামলা চালায়।

ঢাকা/অনিক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক। জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নিতীগ্রস্থ হবে না। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসের বিরল।

আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। পরিশেষে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হল রুমে ২১ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ২০২৫ইং বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষা উত্তীর্ন শিক্ষার্থীদের  সম্মননা  স্মরক প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সম্মননা স্মারক প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, ২২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম, লিটন, এমারত, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, সেলিম ও বন্দর উপজেলা য্বুদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিনসহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন 
  • আমাদেরকে স্বার্থক হতে হবে, আর স্বার্থক হতে গেলে কৃতজ্ঞ হতে হয় : অতি. জেলা প্রশাসক
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড
  • বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন
  • মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল
  • জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দুর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ
  • জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ
  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা