নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ
Published: 12th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ভবনে অটোরিকশা চালকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাটসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ মে) সকালে হামলার ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘অটোরিকশাচালকরা হঠাৎ করে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুধু হামলা নয়, তারা প্রায় দেড় ঘণ্টা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।’’
আরো পড়ুন:
রাতে আবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা
বৈষম্যবিরোধী ৩ নেতার ওপর হামলা, প্রতিবাদে সমাবেশ
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনে অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। এর জেরে সোমবার সকালে অটোরিকশাচালকরা সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন সামনে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও কিছুক্ষণ পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে হামলা চালায়।
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আলী আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী তল্লাশিকালে মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে শনিবার (১০ মে) বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
মাদারীপুরে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
ঢাকা/অনিক/বকুল