রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
Published: 14th, May 2025 GMT
দুই গ্রুপের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে কলেজটির অধ্যক্ষ মোছা. মতিয়ারা খাতুন এক নোটিশে বন্ধের এ নির্দেশনা দেন। দুপুর ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে নোটিশে।
তবে এ নির্দেশনার পরও নার্সিং কলেজের শিক্ষার্থীরা হল বা ক্যাম্পাস ছেড়ে যাননি। তারা দুপুর থেকে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসুচী পালন করছেন। তারা বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসের ভেতর অবস্থান নিয়ে নানা শ্লোগান দিতেন থাকেন। বিকেলে তারা অবস্থান কর্মসূচী থেকে তারা উঠে যান।
শিক্ষার্থীরা জানান, তাদের উপর বারবার হামলা করা হয়। এতে বিএসসি নার্সিংয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অথচ তাদের শাস্তির মুখোমুখি করা হয়নি। এ অবস্থায় তাদের হল ত্যাগ করতে বলা হয়েছে। তারা হল ত্যাগ করবেন না। যতক্ষন হামলাকারিদের শাস্তি না হবে ততক্ষণ তারা আন্দোলনে থাকবেন। হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা.
মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের উপর ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা হামলা চালায়। হামলা ও মারধরে ১০ জন আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠে। পরে পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র স কল জ হল ত য গ অবস থ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের স্যাইকেল র্যালি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে থানা সভাপতি মুহা আমির হামজা এর নেতৃত্বে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) সকালে আদমজী থেকে শুরু হয়ে চিটাগাং রোডে গিয়ে সাইকেল র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে সংগঠনটির সভাপতি মুহা আমির হামজা বলেন, ১৯৯১ সালের ২৩ আগষ্ট প্রতিষ্ঠা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তাই আগষ্ট মাস আমাদের কাছে প্রতিষ্ঠা
বার্ষিকীর মাস,সেই হিসেবে আমরা আজ ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই র্যালির আয়োজন করেছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহা জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাকিল,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা রহমতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহা ইয়াসিন আরাফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা আবিদ হাসান সহ থানা ও ওয়ার্ড নেতৃত্ববৃন্দ।