বন্দরে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ ফাতেমা আক্তার ঝর্না(২৮) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ সিপিসি-২ মোহাম্মদপুর, ঢাকা।

অভিযান কালে ৪৬কেঁজি গাঁজা,১১৪ বোতল ফেন্সিডিল,একটি এন্ড্রয়েট মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১১,২০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি ফাতেমা আক্তার ঝর্না ঢাকা ১৮৩নং বাসাবো ওহাবী কলোনী এলাকার রাসেল মিয়ার স্ত্রী। বর্তমানে সে বন্দর উপৃজেলার ধামগড় ইউনয়ন ৬ নং ওয়ার্ডস্থ  গকুল দাসের বাগ এলাকার এডভোকেট হুমায়ুন কবিরের ভাড়াটিয়া বলে জানা যায়।

মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব-২ এর এস আই বিকাশ বাড়ৈ বিপ্লব বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত (১১মে ) বিকালে বন্দর উপজেলার ধামগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ গকুলদাসেরবাস্থ এড.

হুমায়ুন কবিরের ৪ তলা ভবনের নিচ তলায় ভাড়াটিয়া ফ্লাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী ফাতেমা আক্তার ঝর্না একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে নারায়ণগঞ্জের বাইরে থেকে  ইয়াবা,ফেন্সিডিল,গাজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বন্দর,সোনারগা ও নারায়ণগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।  

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে একই অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ফতুল্লার এক ডাইং মালিককে চাঁদার দাবিতে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় বলে জানান রিজভী।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘আজাদ ডাইং’ এর মালিক আজাদ হোসেনের কাছে চাঁদার দাবিতে ফোন দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। একপর্যায়ে রিয়াদ ডাইং পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। ওই ফোনকল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

রিয়াদকে গ্রেপ্তার ও বহিষ্কারের ব্যাপারে কথা বলতে আজাদ ডাইংয়ের মালিক আজাদ হোসেনকে ফোন করলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে জানান।

সম্পর্কিত নিবন্ধ

  • ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২
  • ব্যবসা–বাণিজ্যের উন্নয়নে নারায়ণগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা
  • চাঁদাবাজির মামলায় রিয়াদ চৌধুরী কারাগারে
  • রিয়াদ চৌধুরী কারাগারে
  • ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতিসভা
  • বিদেশে পালানোর সময় বহিষ্কৃত বিএনপি নেতা আটক
  • নারায়ণগঞ্জ সিটি পার্কে ছুরিকাঘাতে মাদক কারবারির মৃত্যু
  • নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ চৌধুরী বিমানবন্দর থেকে আটক, পরে দল থেকে বহিষ্কার
  • চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার