প্রথমবারের মতো চীনে আম রপ্তানি হচ্ছে। প্রথম দফায় আজ বুধবার দুপুরে ১০ টনের আমের চালান চীনে যাবে। এ জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে চীনে কখনো আম রপ্তানি করা হয়নি।

গত কয়েক মাস আগে চীনে আম রপ্তানি নিয়ে আলোচনা শুরু হয়। কিছুদিন আগে এ নিয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। এ মৌসুমে সব মিলিয়ে ১০০ টন আম রপ্তানি হবে। প্রথম চালানে সাতক্ষীরা, যশোর অঞ্চলের আম রপ্তানি করা হচ্ছে। কয়েকজন রপ্তানিকারক মিলে ১০ টন আম রপ্তানি করছেন বলে জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রথম দফায় আজ ঢাকা থেকে ১০ টন আম চীনে রপ্তানি হবে। ধীরে ধীরে বাকি আমও রপ্তানি করা হবে।

এদিকে আজ সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ বছরের আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা গেছে, গত ২৮ এপ্রিল চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান পরিদর্শন করেছিলেন। এরপরই আম রপ্তানির প্রক্রিয়া দ্রুত হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনে আমসহ কিছু কৃষিপণ্য রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিল বাংলাদেশ। তবে করোনাভাইরাসের সংক্রমণসহ নানা কারণে ছয় বছর পর দেশটিতে আম রপ্তানির উদ্যোগ সফল হতে চলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে আম উৎপাদিত হয়েছে ২৪ লাখ টন। এর মধ্যে রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ৩২১ টন। বাংলাদেশ থেকে গত বছর ২১টি দেশে আম রপ্তানি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি ও সিঙ্গাপুরের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের আরও কয়েকটি দেশ রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র আম র প রথম

এছাড়াও পড়ুন:

সাদ্দামের স্বৈরশাসনের গল্প নিয়ে সিনেমার বাজিমাত

এবার প্রথমবারের মতো ইরাকি কোনো সিনেমা কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পায়। এই সিনেমা দিয়ে প্রথমবারেই কানে ইতিহাস গড়ল দেশটি। ইরাকি সিনেমা জিতে নিয়েছে ক্যামেরা দর পুরস্কার। সিনেমাটির নাম ‘দ্য প্রেসিডেন্টস কেক’। এটি পরিচালনা করেছেন হাসান হাদি।

পুরস্কার জিতে হাদি বলেন, ‘এই পুরস্কার আমি উৎসর্গ করছি পৃথিবীর সেই শিশুদের, যারা যুদ্ধ, নিষেধাজ্ঞা আর স্বৈরতন্ত্রের মধ্যেও ভালোবাসা, বন্ধুত্ব ও আনন্দ খুঁজে নিতে জানে। তোমরাই আসল নায়ক।’

সিনেমাটির একটি দৃশ্যে। ছবি: কান উৎসবের সাইট থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ডের ৪০০, ওয়ানডে ইতিহাসে প্রথমবার
  • স্বচ্ছ প্রক্রিয়ার উদ্যোগে স্বস্তি আগাম দরখাস্তে সংশয়
  • প্রথমবার চীনে গেল আম
  • অ্যাকশন ছবিতে বুবলীর নায়ক সজল
  • চীনে প্রথমবারের মতো বাংলাদেশি আম রপ্তানি শুরু আজ
  • কানে স্বীকৃতি পাওয়া মানে শুধু সম্মান নয়, একটা দিকনির্দেশনাও: রাজীব
  • সাদ্দামের স্বৈরশাসনের গল্প নিয়ে সিনেমার বাজিমাত
  • আনচেলত্তি ঘোষিত প্রথম ব্রাজিল দলে নেই নেইমার