বগুড়ায় সাবেক এমপির বিরুদ্ধে হত্যা মামলা, দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন
Published: 29th, May 2025 GMT
বগুড়ায় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলার প্রায় ৬ মাস পর আদালতের নির্দেশে নিহত নূরনবী ওরফে রবিনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমার উপস্থিতিতে নূরনবীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
নিহত নূরনবী ওরফে রবিন বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত আব্দুল জোব্বারের ছেলে। মুঠোফোন চুরির অভিযোগে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার ২০২৩ সালের ১৪ আগস্ট নূরনবীকে ডেকে নেন। এরপর নূরনবীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নুরুল ইসলাম তালুকদার সংসদ সদস্য পদে থাকায় থানা-পুলিশ ওই সময় হত্যা মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ বাদীর।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নূরনবীর মা রওশন আরা বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, তাঁর ছেলে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মারুফ ইসলাম তালুকদারসহ ৯ জনকে আসামি করা হয়।
মামলার আরজি সূত্রে জানা যায়, মুঠোফোন চুরির সঙ্গে জড়িত সন্দেহে ২০২৩ সালের ১৪ আগস্ট সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার দুপচাঁচিয়া সদরের মাস্টারপাড়াসংলগ্ন ভাড়া বাসায় ডেকে নেন নূরনবীকে। পরে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারপিট ও নির্যাতন করা হয়। খবর পেয়ে মা রওশন আরা ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফেরার পর ২০২৩ সালের ২২ অক্টোবর নূরনবী মারা যান। সে হত্যা মামলা করতে চাইলে থানা-পুলিশ মামলা গ্রহণ করেনি।
দুপচাঁচিয়া থানা-পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নূরনবীর মা বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুপচাঁচিয়া আমলি আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য দুপচাঁচিয়া থানা-পুলিশকে নির্দেশ দেন। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়। আদালতের নির্দেশে আজ নূরনবীর লাশ কবর থেকে উত্তোলন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আবেদনের এ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ সেপ্টেম্বরে। একই দিনে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ছে১৫ ঘণ্টা আগেপরবর্তী সময়ে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫