সংস্কৃতির বিকাশে ২% বাজেট বরাদ্দ দাবি সাংস্কৃতিক কর্মী সংঘের
Published: 30th, May 2025 GMT
দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে ২% বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংঘের নেতারা জানান, ২০০৫ সালের ৩১ মে এক গোলটেবিল আলোচনার মাধ্যমে সংস্কৃতির বিকাশে রাষ্ট্রীয় করণীয় নির্ধারণে ১৫ দফা প্রস্তাবনা গৃহীত হয়, যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোয় লিখিতভাবে জমা দেওয়া হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০০৮ সালের পর এসব দাবির অগ্রগতি থেমে যায়। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে আবারও লিখিতভাবে ৬-৭ মে তারিখে প্রস্তাবনাগুলো পেশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো পুনরায় তুলে ধরা হয় এবং গণমাধ্যমের সমর্থন প্রত্যাশা করা হয়।
সংগঠনের নেতারা বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়, স্কুল-কলেজে সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত, শিল্পীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, জাতীয় সাংস্কৃতিক নীতিমালা প্রণয়নসহ ১৫ দফা প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও আলোকিত বাংলাদেশ গঠন সম্ভব। তারা বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়; টেকসই উন্নয়নের জন্য সংস্কৃতির বিকাশ অপরিহার্য। এ লক্ষ্যে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।