বিচারপ্রার্থীদের ভোগান্তি দূরীকরণের বিষয় নিয়ে আলোচনা
Published: 31st, May 2025 GMT
ফৌজদারি ও দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতার বিষয় নিয়ে ঢাকার জেলা জজ আদালতে জুডিশিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূরীকরণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকা জেলা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ইকবাল হোসেন প্রথম আলোকে এ কথা জানান।
পিপি ইকবাল হোসেন বলেন, ঢাকার জেলা জজশিপে বছরে দুবার জুডিশিয়াল কনফারেন্স (বিচারিক সম্মেলন) অনুষ্ঠিত হয়। শনিবার ঢাকার জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অর্ধবার্ষিক জুডিশিয়াল কনফারেন্স হয়েছে। তিনি বলেন, জুডিশিয়াল কনফারেন্সে মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে বিচারকদের অনেকেই অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদের হাজির করার ক্ষেত্রে পুলিশ অনেক সময় গড়িমসি করে থাকে। চিকিৎসকদের বিষয়ে অভিযোগ করে বলা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি করায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা হচ্ছে। আবার হস্তবিশারদের কাছ থেকে প্রতিবেদন পেতেও অনেক সময় বিলম্ব হয়। এসব কিছুর কারণে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে।
পিপি ইকবাল আরও জানান, জুডিশিয়াল কনফারেন্সে বিগত পাঁচ বছরে আদালতে কতগুলো ফৌজদারি মামলা কারা হয়েছে, কতগুলো দেওয়ানি মামলা করা হয়েছে, সেসব পরিসংখ্যান সবার সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিগত মাসগুলোতে কতগুলো মামলা নিষ্পত্তি হয়েছে, সেসব তথ্যও কনফারেন্সে তুলে ধরা হয়েছে।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি বলেন, মানুষ আদালতের দ্বারস্থ হন ন্যায়বিচার পাওয়ার আশায়। মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয় বলে বিচারপ্রত্যাশী মানুষ হতাশ হন। তদন্ত ও বিচার পর্যায়ে যেসব সংস্থা ও ব্যক্তির অদক্ষতা, অবহেলার জন্য মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনা করেছেন বিচারকেরা।
ঢাকার জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে শনিবার সকাল সাড়ে ১০টার পর জুডিশিয়াল কনফারেন্স শুরু হয়। জুডিশিয়াল কনফারেন্সে সভাপতিত্ব করেন ঢাকার জেলা ও দায়রা জজ মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ড শ য় ল কনফ র ন স ইকব ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫