চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গতবার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, যা গতবার ছিল ১০ হাজার ৮২৩ জন।

পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। এবার ছাত্র পাসের ৭১ দশমিক ৯৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ। পাসের হারের মতো জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। এবার ছাত্র জিপিএ -৫ পেয়েছে ৫ হাজার ৪৯০ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৫৩ জন। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড.

পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে এবার চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ২৪৬ জন, কক্সবাজারে ২১ হাজার ১৯৩ জন, রাঙামাটিতে ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ১৭৯ জন এবং বান্দরবান জেলায় ৪ হাজার ৩৩৫ জন। এরমধ্যে ছাত্র ৬১ হাজার ৭৬৫ জন ও ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়াও মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন অংশ নিয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ পর ক ষ দশম ক

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ