চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গতবার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, যা গতবার ছিল ১০ হাজার ৮২৩ জন।

পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। এবার ছাত্র পাসের ৭১ দশমিক ৯৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ। পাসের হারের মতো জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। এবার ছাত্র জিপিএ -৫ পেয়েছে ৫ হাজার ৪৯০ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৫৩ জন। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড.

পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে এবার চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ২৪৬ জন, কক্সবাজারে ২১ হাজার ১৯৩ জন, রাঙামাটিতে ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ১৭৯ জন এবং বান্দরবান জেলায় ৪ হাজার ৩৩৫ জন। এরমধ্যে ছাত্র ৬১ হাজার ৭৬৫ জন ও ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়াও মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন অংশ নিয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ পর ক ষ দশম ক

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ