সিদ্ধিরগঞ্জে বহিষ্কৃতের পাশে বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক! নেতাকর্মীদের ক্ষোভ
Published: 1st, June 2025 GMT
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জে বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বহিষ্কৃত নেতা ইকবাল হোসেনকে পাশের চেয়ারে রেখে আলোচনা করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনা ও খুব বিরাজ করছে।
পহেলা জুন রবিবার সকাল ১১ টায় শাহাদাত বার্ষিকীর এই মিলাদ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে। মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠানটি হয়। এই মার্কেটটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এটি চাঁদাবাজি, দখলদারি এবং অপরাধীদের অভয়ারণ্য বলে এলাকায় পরিচিত।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছর মার্কেটটি শামীম ওসমানের ঘনিষ্ঠ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন ও তার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।
৫ আগস্ট এর পর এটির নিয়ন্ত্রণ নেয় ইকবাল এবং তার ভগ্নিপতি মুক্তার হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ। ইয়াসিনের ঘনিষ্ঠ অনুগত শিপনসহ তাদের লোকজনও বর্তমান কমিটির সাথে রয়েছে।
শাহাদাত বার্ষিকীর এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান বক্তা হিসাবে এবং সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম বিশেষ অতিথি হিসেবে ব্যানারে থাকলেও তাঁরা কেউই অনুষ্ঠানে আসেননি।
ব্যানারে অনুষ্ঠানের সভাপতি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা যুবদলের কেন্দ্রীয় নেতা এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় উল্লেখ ছিল।
মঞ্চের সামনে দুই শতাধিক চেয়ার থাকলেও সেগুলোর অধিকাংশতে বসার কোন লোক ছিল না। বহিষ্কৃত বিএনপি নেতা ইকবাল ও তার অনুগতরা ৫ আগস্টের পর এলাকায় মূর্তিমান আতঙ্কে পরিণত হয়। এই ধারাবাহিকতায় গত বছরের ১৩ই ডিসেম্বর একজন বাস চালককে মারধর করে তার হাতে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়।
প্রতিবাদ করায় একজন সাংবাদিককেও মারধর ও লাঞ্ছিত করে ইকবাল ও তার বাহিনী। ঘটনাটি মুহূর্তেই গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। ওই ঘটনা প্রচারের পরপরই ওই দিনই বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যপদসহ থানা বিএনপির সাধারণ সম্পাদক থেকে সাময়িক বহিষ্কার করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাংবাদিক মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের সাথে গতকাল অনুষ্ঠানে পাশাপাশি চেয়ারে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপির নেতাকর্মী ও অন্যান্য লোকজন এসব পোস্টের নিচে সমালোচনামূলক নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ অন ষ ঠ ন ব এনপ র ইকব ল
এছাড়াও পড়ুন:
মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আরো পড়ুন:
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইন উপদেষ্টা বলেন, “আমাদের আগে একটা মানবাধিকার কমিশন ছিল, কিন্তু সেটি কার্যত দন্তহীন একটি প্রতিষ্ঠান ছিল। নিয়োগ পদ্ধতিতে ত্রুটি, এখতিয়ারে ঘাটতি এবং নেতৃত্বের দুর্বলতায় প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এবার সেটিকে সত্যিকারের এখতিয়ারসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন একটি প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
তিনি জানান, নতুন অধ্যাদেশে মানবাধিকার কমিশনের কাঠামো, এখতিয়ার ও নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে। কমিশন একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য নিয়ে গঠিত হবে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্যের একটি বাছাই কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হবে এবং প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই কমিটি সুপারিশ করবে।
আইন উপদেষ্টা বলেন, “আমরা নিয়োগ পদ্ধতিটা এমনভাবে করেছি যাতে অভিজ্ঞ, যোগ্য ও মানবাধিকার রক্ষায় সক্রিয় মানুষরা কমিশনে জায়গা পান।”
তিনি আরো বলেন, “আমাদের সংবিধানের মৌলিক অধিকারের পাশাপাশি বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি এবং প্রথাগত আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবাধিকারগুলোকেও এই কমিশনের এখতিয়ারে আনা হয়েছে। এর ফলে কমিশন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী কাজ করতে পারবে।”
অধ্যাদেশে কমিশনের এখতিয়ার বহুলাংশে বাড়ানো হয়েছে। এখন থেকে শৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাতেও কমিশন তদন্ত করতে পারবে। আইন উপদেষ্টা বলেন, “আগের কমিশনের এখতিয়ারে গুরুতর সীমাবদ্ধতা ছিল, বিশেষ করে শৃঙ্খলা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে। এবার সেই সীমাবদ্ধতা দূর করা হয়েছে।”
এছাড়া, গুম প্রতিরোধ, প্রতিকার ও ভুক্তভোগীদের সুরক্ষা আইনসহ মানবাধিকার সংরক্ষণমূলক যেকোনো আইনের বাস্তবায়নের দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে। আলাদা করে ‘গুম কমিশন’ গঠনের প্রয়োজন হবে না বলে তিনি জানান।
অধ্যাদেশে কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, “এখন থেকে কমিশনের সুপারিশ বা নির্দেশ উপেক্ষা করা যাবে না। এর বাধ্যবাধকতা আইনি কাঠামোয় যুক্ত করা হয়েছে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। খবর বাসসের।
ঢাকা/এসবি