শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জে বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বহিষ্কৃত নেতা ইকবাল হোসেনকে পাশের চেয়ারে রেখে আলোচনা করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনা ও খুব বিরাজ করছে। 

পহেলা জুন রবিবার সকাল ১১ টায় শাহাদাত বার্ষিকীর এই মিলাদ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে। মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠানটি হয়। এই মার্কেটটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এটি চাঁদাবাজি, দখলদারি এবং অপরাধীদের অভয়ারণ্য বলে এলাকায় পরিচিত।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছর মার্কেটটি শামীম ওসমানের ঘনিষ্ঠ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন ও তার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

৫ আগস্ট এর পর এটির নিয়ন্ত্রণ নেয় ইকবাল এবং তার ভগ্নিপতি মুক্তার হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ। ইয়াসিনের ঘনিষ্ঠ অনুগত শিপনসহ তাদের লোকজনও বর্তমান কমিটির সাথে রয়েছে। 

শাহাদাত বার্ষিকীর এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান বক্তা হিসাবে এবং সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম বিশেষ অতিথি হিসেবে ব্যানারে থাকলেও তাঁরা কেউই অনুষ্ঠানে আসেননি।

ব্যানারে অনুষ্ঠানের সভাপতি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা যুবদলের কেন্দ্রীয় নেতা এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় উল্লেখ ছিল।

মঞ্চের সামনে দুই শতাধিক চেয়ার থাকলেও সেগুলোর অধিকাংশতে বসার কোন লোক ছিল না। বহিষ্কৃত বিএনপি নেতা ইকবাল ও তার অনুগতরা ৫ আগস্টের পর এলাকায় মূর্তিমান আতঙ্কে পরিণত হয়। এই ধারাবাহিকতায় গত বছরের ১৩ই ডিসেম্বর  একজন বাস চালককে মারধর করে তার হাতে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়।

প্রতিবাদ করায় একজন সাংবাদিককেও মারধর ও লাঞ্ছিত করে ইকবাল ও তার বাহিনী। ঘটনাটি মুহূর্তেই গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। ওই ঘটনা প্রচারের পরপরই ওই দিনই বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যপদসহ থানা বিএনপির সাধারণ সম্পাদক থেকে সাময়িক বহিষ্কার করে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাংবাদিক মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের সাথে গতকাল অনুষ্ঠানে পাশাপাশি চেয়ারে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপির নেতাকর্মী ও অন্যান্য লোকজন এসব পোস্টের নিচে সমালোচনামূলক নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ অন ষ ঠ ন ব এনপ র ইকব ল

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু মুছাপুর ইউনিয়ন বাসির উদ্দেশ্য করে বলেন, আপনারা যে বিএনপি'র নতুন সদস্য ফরম অন্তর্ভুক্ত হতে চান। আপনারা কেন হবেন আপনারা বিএনপির সম্বন্ধে যদি না জানেন আপনাদের বিএনপি সম্পর্কে জানতে হবে। 

শহীদ জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে হবে, জননেতা দেশনায়ক তারেক রহমান সম্পর্কে জানতে হবে। জেনে বুঝে তারপর আপনারা সিদ্ধান্ত নিবেন যে আপনারা বিএনপিতে সদস্য হবেন কিংবা হবেন না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। মঙ্গলবার ( ২৯ জুলাই) বিকেল চারটায় মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, আপনারা যেমন বিএনপি সম্পর্কে জানবেন তেমনিভাবে আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের জানতে হবে। জানতে হবে খুনি শেখ মুজিবর সম্পর্কে জানতে হবে খুনি শেখ হাসিনা সম্পর্কে। জানতে হবে মাদকাসক্ত শেখ হাসিনার কুলাঙ্গার পুত্র জয় সম্পর্কে । তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগকে কি লাথি মারবেন না ঘরে আনবেন।  

তিনি আরও বলেন শেখ হাসিনা ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনাকে সেল্টার দিয়েছিল। এরা কারা দেশটাকে লুটপাট করে রেখে পালিয়ে গেছে এরা কারা । এরা হলো নারায়ণগঞ্জের ওসমান পরিবার। আমাদের নারায়ণগঞ্জেও তো লুটপাটকারীরা ছিল গডফাদাররা ছিল শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমান,  তারাও তাদের সাঙ্গবাঙ্গরা, নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে।

মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে এবংনারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, সদস্য হুমায়ূন কবির। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, বিএনপি নেতা অনিক আহম্মেদ, মোশারফ হোসেন, খোরশেদ আলম, মাকসুদ হোসেন, নুর আলম, বিল্লাল হোসেন, পানা উল্লাহ, নিজাম হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানস, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • তেল চোর দেলোয়ারকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করবেন : টিপু
  • নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার
  • সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
  • কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর উদ্ধারকৃত ডিএনডি খাল দখল করে চাঁদাবাজি!
  • পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস দিলেন ডিসি
  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না : ডিসি
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে মিজান খন্দকারের মতবিনিময়