ছাত্রদলের কমিটি ঘোষণা, প্রতিবাদে এক পক্ষের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
Published: 3rd, June 2025 GMT
শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মঙ্গলবার সকালে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একটি পক্ষ দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে শরীয়তপুর-মাদারীপুর সড়ক শহরের কোর্ট এলাকা অবরোধ করে রাখে।
ছাত্রদল সূত্র জানায়, ২০২১ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর চার বছর জেলায় ছাত্রদলের কোনো ধরনের কমিটি ছিল না। মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত জেলা কমিটি ঘোষণা করা হয়।
৩৫ সদস্যের ওই আহ্বায়ক কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৭ জনকে সদস্য করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে। তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। সদস্যসচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে।
নতুন আহ্বায়ক কমিটির তালিকা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ছাত্রদলের একটি পক্ষ বিক্ষোভ শুরু করে। তারা দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে ও মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় তাঁদের হাতে লাঠি, ঝাড়ু ও জুতা দেখা যায়। বিক্ষোভকারীরা কমিটি বাতিলের দাবি জানান। মিছিল শেষে কোর্ট এলাকায় সড়কের ওপর বসে অবরোধ করে রাখেন। পরে সদরের পালং মডেল থানা–পুলিশ সড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়। এ সময় ২০ মিনিট সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ঢাকার একটি কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী পান্থ তালুকদারকে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিনিও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভে অংশ নেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যারা দীর্ঘদিন নানা নির্যাতন, মামলা-হামলা উপেক্ষা করে দলটি করেছি, তাদের মতামত না নিয়ে এভাবে কমিটি ঘোষণা দেওয়া উচিত হয়নি। আমরা চাই তৃণমূলের মতামতের ভিত্তিতে ছাত্রদের নিয়ে কমিটি করা হোক।’
আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন বিক্ষোভে অংশ নিয়ে কমিটি বাতিলের দাবি জানান। তাঁদের একজন শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি বাবু মাদবর প্রথম আলোকে বলেন, যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে অধিকাংশেরই এখন আর ছাত্রত্ব নেই। তাঁরা কর্মজীবী ও বিবাহিত। যাঁকে আহ্বায়ক করা হয়েছে, তাঁর পরিবারের সব সদস্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। তিনিও দলটির সঙ্গে মিলে বিগত দিনগুলো কাটিয়েছেন।
আহ্বায়ক এইচ এম জাকির প্রথম আলোকে বলেন, ‘সংগঠনটির অচলাবস্থা কাটানোর জন্য মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইউনিটের কমিটি গঠন ও জেলা কমিটির সম্মেলন করে নতুন কমিটি গঠন করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর কমিটি ঘোষণা দেওয়ায় অনেকে কাঙ্ক্ষিত পদে যেতে পারেননি। তাঁরাই ক্ষুব্ধ ও অভিমান করে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একটি পক্ষ বিক্ষোভ করার পর সড়কের ওপর বসে পড়েছিল। তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল র ক প রথম আল ক কম ট র র সড়ক সদস য
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট