বল হাতে একটি বাড়ির ফটকের বাইরে খেলছিল তিন বছরের শিশু হুমায়রা। লাগাতার ভারী বর্ষণে সড়কে তখন প্রবল স্রোতে বয়ে যাচ্ছিল বৃষ্টির পানি। খেলতে খেলতে বলটি পানিতে পড়ে গেলে সেটি কুড়িয়ে নিতে যায় হুমায়রা। এরপরই পা পিছলে পড়ে যায় পানিতে। বয়ে যাওয়া পানির টানে মুহূর্তেই সে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের একটি নালায় পাওয়া যায় হুমায়রার নিথর দেহ। উদ্ধারের পর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের হালিশহরের আনন্দিপুর এলাকার একটি নালায় পড়ে নিখোঁজ হয় হুমায়রা। বিকেল পৌনে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ জানায়, ফায়ার সার্ভিস লাশ উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হুমায়রা স্থানীয় বাসিন্দা আবদুর রহমান ও আসমা বেগম দম্পতির একমাত্র মেয়ে। তার বাবা আবদুর রহমান একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে কাজ করেন। আর মা আসমা বেগম একটি পোশাক কারখানার শ্রমিক। হুমায়রা যে ভবনের সামনে খেলছিল, সেখানেই তার মায়ের কর্মস্থল।

প্রত্যক্ষদর্শীর বিবরণে ও ভবনের বাইরে স্থাপন করা সিসিটিভির ফুটেজে হুমায়রার পানিতে ভেসে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, দুপুরে মায়ের সঙ্গে ওই ভবনে এসেছিল হুমায়রা। পরে বল হাতে গেটের বাইরে খেলতে দেখা যায় তাকে। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়লে তলিয়ে যায় সে। তার বলটি পানিতে ভাসতে দেখে দ্রুত নালায় নেমে পড়েন স্থানীয় লোকজন। তার খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে।

উদ্ধারকাজে ঘটনাস্থলে এসেছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম। তাঁর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে ডুবুরি দলসহ ঘটনাস্থলে আসেন তাঁরা। প্রায় এক ঘণ্টা খোঁজার পর বিকেল চারটার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা হাসপাতালে নিয়ে যান।

সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তখনো সড়কে গোড়ালির চেয়ে বেশি পরিমাণ পানি। হুমায়রা যেখানে পানিতে ভেসে যায়, তার পাশেই মূল সড়কের সঙ্গে একটি নালা রয়েছে। পুরো নালায় স্ল্যাব বসানো। তবে দুটি সড়কের সংযোগস্থলে স্ল্যাব নেই। ভেসে গিয়ে শিশুটি ওই স্থান দিয়েই নালায় তলিয়ে যায় বলে জানান এলাকাবাসী।

এই স্থান দিয়েই নালায় তলিয়ে যায় হুমায়রা। আজ সন্ধ্যা ছয়টায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা দিলেন মেসি, কারা খেলবে এই টুর্নামেন্ট

নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে চমকপ্রদ এক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছেন লিওনেল মেসি। গতকাল রাতে এই পোস্টে ‘মেসি কাপ’ নামে বিশেষ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। এতে অংশ নেবে আর্জেন্টিনার রিভার প্লেট, নিওয়েলসসহ ইউরোপের বেশ কিছু ক্লাব।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণায় মেসি বলেন, ‘আমি অবশেষে বলতে পারছি, প্রতিশ্রুতিশীল যুব খেলোয়াড়দের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যেখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। সেই সঙ্গে ওই দিনগুলোতে আরও নানা ধরনের আয়োজন রাখা হবে। এটা পরের প্রজন্মের জন্য। আশা করি, মেসি কাপ সবাই পছন্দ করবে।’

আরও পড়ুনআন্তর্জাতিক ফুটবলে গোল করানোর রেকর্ড মেসির৯ ঘণ্টা আগে

‘মেসি কাপ’ টুর্নামেন্টের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে মায়ামিতে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এর আয়োজনে রয়েছে মেসির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’। এই আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে।

এই টুর্নামেন্টে ৮টি ক্লাব অংশ নেবে। ক্লাবগুলো হলো ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিওয়েল’স, আতলেতিকো মাদ্রিদ এবং চেলসি।

ছয় দিনের টুর্নামেন্টে মোট ১৮টি ম্যাচ খেলা হবে এবং ম্যাচগুলো ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবটির অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনমেসি যেন একটি নদীর নাম০৫ সেপ্টেম্বর ২০২৫

মেসির প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’–এর পক্ষ থেকে বলা হয়েছে, ফুটবলের ভবিষ্যৎ বিনির্মানই এই টুর্নামেন্টের লক্ষ্য। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ‘এটি শুধু একটি টুর্নামেন্ট নয়—এটি এক ধারাবাহিক আয়োজন ও ডিজিটালভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবন একসূত্রে মিশেছে।’ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম পাস্তোরে বলেন, ‘মেসি কাপ হলো আজকের ফুটবল আর আগামী দিনের খেলোয়াড়দের মিলনমেলা।’

সম্পর্কিত নিবন্ধ