নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে বাঁধ (ক্রস ড্যাম) নির্মাণের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চর এলাহী বাজারের কাছে নদীভাঙনকবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা চর এলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা চর এলাহী বাজার থেকে নদীভাঙনকবলিত এলাকার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতা-কর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে হেঁটে চর এলাহী ঘাট–সংলগ্ন বামনী নদীর ভাঙনকবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নদীভাঙন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণের পাশাপাশি নোয়াখালী খালের ওপর নির্মিত স্লুইসগেট খুলে দেওয়া, নদীতে সিসি ব্লক স্থাপন ও ভাঙনে ঘর হারানো মানুষজনকে পুনর্বাসনের দাবি জানান জামায়াত নেতারা।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো.

বেলায়েত হোসেন। সমাবেশ শেষে চর এলাহী ঘাট এলাকায় জামায়াত নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহী, চরহাজারী ও মুছাপুর এলাকা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে বামনী নদীর ভাঙনে চর এলাহী ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে নদীভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জামায়াত নেতা বেলায়েত হোসেন নদীভাঙন রোধে অবিলম্বে ক্রস ড্যাম নির্মাণের দাবি জানান। পাশাপাশি নদীভাঙনের কবলে পড়ে গৃহহীন হওয়া লোকজনকে পুনর্বাসনেরও দাবি জানান তিনি।

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াতের নেতা জিয়াউল হক, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদয ত র উপজ ল

এছাড়াও পড়ুন:

চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের একজন নারী একটি ফেস্টুন হাতে মানববন্ধনে দাঁড়িয়ে ছিলেন। তাতে লেখা ছিল ‘নদী আমাদের মা, মায়ের বুক ভাঙা চাই না।’ এ রকম আরও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে ছিলেন ভাঙনকবলিত এলাকার মানুষেরা।

জেলার চারঘাট উপজেলা সদরে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এই মানববন্ধন হয়। জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মার ভাঙনকবলিত পাঁচটি গ্রামের মানুষের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এই আয়োজন হয়।

গ্রামবাসীর ভাষ্য, চারঘাট উপজেলার গোপালপুর, রাউথা, পিরোজপুর, সাহাপুর এবং বাঘা উপজেলার চক রাজাপুর, আতারপাড়া এলাকায় পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে আগামীতে ভাঙনের ঝুঁকি আছে। এই আশঙ্কায় ভাঙনকবলিত গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

এই কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন চারঘাটের পিরোজপুর গ্রামের শাহানাজ বেগম (৪০। তিনি বললেন, ‘আমার বাড়ি নদীর পাড়ের ওপরে ঝুলি আছে। যকুন তকুন ভাইঙ্গি পড়বি।’

একই এলাকা থেকে এসেছেন পারভীনা খাতুন (৩৫)। সঙ্গে তাঁর শিশু ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে এসেছেন। তিনি জানান, নদী একেবারে পায়ের তলায় এসে গেছে। তাঁদের আর পেছনে সরার জায়গা নেই।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদ। তিনি বলেন, পিরোজপুর, গোপালপুর, সাহাপুর এলাকায় দীর্ঘদিন থেকে নদীভাঙন অব্যাহত আছে। এলাকার অন্তত ৫০০ মানুষের ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এলাকার বাস্তুহারা মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। তাঁরা এলাকায় ফিরতে পারছেন না। এই ভাঙনকবলিত এলাকায় এবার যদি বাঁধ নির্মাণের ব্যবস্থা না করা হয়, তাহলে জনগণ আবার রাজপথে নামবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অচল করে দেওয়া হবে। তাঁদের অফিস করতে দেওয়া হবে না।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীনুর রহমান, ভাঙনকবলিত এলাকার শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন