Samakal:
2025-08-02@13:12:43 GMT

করোনায় আরও দু’জনের মৃত্যু

Published: 18th, June 2025 GMT

করোনায় আরও দু’জনের মৃত্যু

দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮ জনের মধ্যে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার ৫ দশমিক ৭৭। এ বছর গতকাল পর্যন্ত ৩৩১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে সাতজন। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছে ২৯ হাজার ৫০৬ জন।

গত ১২ মে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের ২২টি দেশে ফের করোনা বাড়ছে। এদের মধ্যে বাংলাদেশও রয়েছে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ন

এছাড়াও পড়ুন:

ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি

যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন‍্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।

১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।

স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।

আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।

ইংরেজি শেখার নানা চ‍্যানেল পাবেন ইউটিউবে

সম্পর্কিত নিবন্ধ