আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ
Published: 20th, June 2025 GMT
সোনারগাঁয়ের মেঘনাঘাট ইসলামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ উঠেছে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে।
গত কয়েকদিন ধরে হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেড নামের একটি কোম্পানির জমি জোরপূর্বক দখল করে সীমানা প্রচীর নির্মাণ করছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে।
এ ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের সিকিউরিটি হেড ইনচার্জ মো.
এর আগে একই জমির কাগজপত্র জাল জালিয়াতির অভিযোগে আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। আদালতের জারি করা গ্রেপ্তারী পরোয়ানার কপি আব্দুল্লাহহেল বারীর স্থায়ী ঠিকানা ঢাকা মেট্রোপলিটন খিলক্ষেত থানায় প্রেরণ করেছে আদালত।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারী এক বিঘার বেশি সম্পত্তি রেকর্ড করে নেয়। এ ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
ওই মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের সত্যতা পেয়ে গত ১৭মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে।
পাশাপাশি নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোনায়া জারি করে। সম্প্রতি ঈদ উল আযহার ছুটিতে হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে থাকার সুযোগে পুনরায় ওই জমি দখল নিতে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করে।
এছাড়াও দখলে নেওয়া জমিতে একটি শেড গোডাউন হিসেবে একজন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। বর্তমানে সেই শেডটি ওই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবহার করছেন।
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দেওয়ার হলেও সাড়া মেলেনি।
আনন্দ শিপইয়ার্ডের এজিএম তাজুল ইসলাম বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা নাই। স্থিতিবস্থা বজায় রাখ্রা নির্দেশ দিয়েছে। তবে নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠে গেছে। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী বলেন, অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন
বিভিন্ন দাবিতে লিংক রোডে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নবাসীর মানববন্ধন
বিশিষ্ট ক্রীড়াবিদ ওবায়েদ উল্লাহ মনা'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা মোস্তাফা গ্রেপ্তার
রূপগঞ্জে পিঠা ব্যবসায়ী শাকিলার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন
বিএনপি নেতা পিএস সেলিম এর বিরুদ্ধে মানববন্ধন
যুবলীগ কর্মী শুভ এখন এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব যবস য় য় ইসল ম স ন রগ তদন ত
এছাড়াও পড়ুন:
বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে আপনাদের কি কি সমস্যা ও অভিযোগ গুলো রয়েছে সেগুলা শোনার জন্য এবং দেশ ও বিএনপিকে নিয়ে আপনাদের কি চিন্তাভাবনা সেগুলো জানার জন্য।
আগামীতে বাংলাদেশ কেমন হবে সেটা নিয়েও আপনাদের চিন্তাভাবনা কি সেই চিন্তা ভাবনাগুলো আমরা লিপিবদ্ধ করে আপনাদের এই বক্তব্যগুলো আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে উপস্থাপন করব। আজ যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি সেগুলো আমরা সমাধান করে দিব আপনাদেরকে ইনশাল্লাহ।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁওয়েবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতে “কৃষকের উৎপাদন ও বিপনন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা”নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, আমরা এমন একজন নেতার দল করে যার সাথে এই কৃষকদের নিবিড় সম্পর্ক ছিল। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রমাণ পেলাম যে কৃষকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতটুকু ভালবাসে। কৃষকরা কিন্তু আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলতে পারে নাই। সেটা কিন্তু আজকে আপনাদের বক্তব্যের মাধ্যমে এখানে ফুটে উঠেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো বিএনপি আমাদের জিয়াউর রহমান সাহেবের গড়া। যেটা নেতৃত্বে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেব কিন্তু আপনাদেরকে নিয়ে চিন্তা করে সে চিন্তার কারণেই কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা মানুষের জন্য কি করব সেটার ৩১ দফা কিন্তু এখানে আছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদেরকে ফরমার্স কার্ড দেওয়া হবে। সে কার্ডটা কেমন হবে সেই কারডে কৃষকের নাম লেখা াকবে , জমির পরিমাণ, দাগ নম্বরসহ অনেক কিছু থাকবে। লোন নিতে গিয়ে এখন কৃষকদের ভোগান্তির মুখে পড়তে হয়।
কৃষকের ঋণ দরকার হলে তথ্যের জন্য কৃষি ব্যাংক সেখানে এক্সেস করতে পারবে। কোনো দালালের দরকার হবে না। দেশের কৃষক সমাজ আজ অবহেলিত। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময়েও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।