কর্মজীবন ও পরিবারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে নতুন পথে হাঁটার কথা ভাবছে বলিউড তারকারা। ৮ ঘণ্টা কাজ, মাসের বিশেষ বিশেষ দিনে বিশ্রামের মতো মৌলিক বেশ কিছু দাবিতে সরব হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে বলিউডে গত কয়েক দিন ধরে চর্চা তুঙ্গে। এবার এই আলোচনায় নিজের মতামত জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

নতুন করে ৮ ঘণ্টা কাজের আলোচনার সূত্রপাত সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ ঘিরে। ছবিতে প্রভাসের বিপরীতে প্রথমে প্রস্তাব দেওয়া হয় দীপিকা পাড়ুকোনকে। অভিনেত্রী শর্ত, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। পারিশ্রমিক নেবেন ২০ কোটি টাকা। এই দাবির জন্য বাদ পড়তে হয় দীপিকাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে পূর্ণ সমর্থন জানিয়ে সোনাক্ষী বলেছেন, ‘আমি সম্পূর্ণভাবে ৮ ঘণ্টা শুটিং করায় বিশ্বাসী। আমি নিজেও এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, যারা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তা হলে অভিনেত্রীদের ক্ষেত্রেই বা বিষয়টা অন্য রকম হবে কেন?’

সোনাক্ষীর কথায়, ‘কী ধরনের কাজ করছি এবং সেই কাজের কী কী দাবি, সে দিকটাও দেখা উচিত। যেখানে শুটিং হবে, তার পাশে থাকার ব্যবস্থা করা যেতে পারে। শুটিংয়ের অনেক ভাগ থাকে। সেগুলোও ফাঁকে ফাঁকে সেরে নেওয়া যেতে পারে।’

তিনি বলেছেন, ‘১৫ বছর ধরে কাজ করছি। এটুকে বুঝেছি, নিজের জন্য সময় বের করা জরুরি। কোনও ছবিতে যদি আমাকে একেবারে ওজন কমিয়ে ধরা দিতে হয়, তাহলে নিজের শরীরচর্চার জন্যই তো আমার ২ ঘণ্টা প্রয়োজন। সে ক্ষেত্রে আমি ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে পারব না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে আমি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করব।’

এর আগে কাজল ও রানি মুখার্জি ৮ ঘণ্টা কাজ নিয়ে বহুবার কথা বলেছিলেন। দুদিন আগেও দীপিকার সমর্থনে কথা বলেন পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। সূত্র: আনন্দবাজার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক জ কর

এছাড়াও পড়ুন:

তিন প্রশ্নেই মাপা হয় মেধার ঝলক

বিশ্বের সবচেয়ে ছোট আইকিউ টেস্টের নাম কগনিটিভ রিফ্লেকশন টেস্ট (CRT)। ২০০৫ সালে প্রিন্সটনের মনোবিজ্ঞানী শেন ফ্রেডেরিক এই টেস্ট তৈরি করেন। সহজ মনে হলেও এর প্রশ্নগুলো আসলে ধাঁধার মতো—যেখানে তড়িঘড়ি দেওয়া উত্তর ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সমাধানে পৌঁছাতে হলে একটু ভেবেচিন্তে উত্তর করতে হয়।

আজকের প্রশ্ন

একটি ব্যাট ও একটি বলের দাম মিলিয়ে ১১০ টাকা। ব্যাটটির দাম বলের চেয়ে ১০০ টাকা বেশি। বলটির দাম কত?

আরও পড়ুনপিএসসিতে নন–ক্যাডারে ২৮২৫ জনের চাকরি, বেশি প্রধান শিক্ষক ও সিনিয়র স্টাফ নার্সে১৪ সেপ্টেম্বর ২০২৫সমাধান

প্রথমে মনে হবে বলের দাম ১০ টাকা। কিন্তু যদি বলের দাম ১০ টাকা হয়, তবে ব্যাটের দাম হবে ১১০ টাকা। যোগ করলে দাঁড়ায় ১২০ টাকা—যা আসল মোট দামের (১১০ টাকা) সঙ্গে মেলে না।

সঠিক সমাধান হলো—বলের দাম ৫ টাকা, আর ব্যাটের দাম ১০৫ টাকা। মোট ১১০ টাকা।

আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ১৬ সেপ্টেম্বর ২০২৫একনজরে

টেস্টের নাম: Cognitive Reflection Test (CRT)

প্রণেতা: শেন ফ্রেডেরিক (২০০৫)

বিশেষত্ব: সহজ মনে হলেও ভুল উত্তর দেওয়ার প্রবণতা বেশি

আজকের প্রশ্ন: একটি ব্যাট ও একটি বলের দাম মিলিয়ে ১১০ টাকা। ব্যাটটির দাম বলের চেয়ে ১০০ টাকা বেশি। বলটির দাম কত (ব্যাট-বল ধাঁধা)

সঠিক উত্তর: বল = ৫ টাকা, ব্যাট ১০৫ টাকা

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ