আইইএলটিএসের প্রস্তুতি, মেনে চলুন এই ১০ ধাপ
Published: 25th, June 2025 GMT
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) বিশ্বের সর্বাধিক স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষাগুলোর একটি। বিদেশে পড়ার পরিকল্পনা, ইংরেজিভাষী দেশে কাজের পরিকল্পনা বা ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন করতে চাইলে আইইএলটিএস আপনার জন্য অনেক সুযোগ সৃষ্টি করতে পারে।
আপনার প্রস্তুতি শুরু করার আগে, আইইএলটিএস পরীক্ষার ফরম্যাটটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকিং (বলা), লিসেনিং (শোনা), রাইটিং (লেখা) ও রিডিং (পড়া)—এ চার অংশ মিলিয়ে নেওয়া হয় আইইএলটিএস পরীক্ষা। পরীক্ষাটি দুই ধরনের—একাডেমিক ও জেনারেল ট্রেনিং। উচ্চশিক্ষার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়। আর কারিগরি বিষয়, অভিবাসন, প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য ‘জেনারেল ট্রেনিং মডিউল’। দুই ধরনের মডিউলেই লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—চারটি অংশ থাকে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে আইইএলটিএসের প্রস্তুতি কীভাবে নেওয়া যেতে পারে, তার জন্য ১০টি ধাপের কথা বলেছে।
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫স্পিকিং—স্পিকিং টেস্টের দৈর্ঘ্য সাধারণত ১১-১৪ মিনিট। তিনটি অংশে ইংরেজিতে কথা বলার পরীক্ষা দিতে হয়। প্রথম অংশে প্রশ্নকর্তা সাধারণত পরিবার, কাজ, পড়াশোনা, শখ—এ ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করেন। দ্বিতীয় অংশে শিক্ষার্থীকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়। সে বিষয়ে প্রায় দুই মিনিট কথা বলতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্য আগে এক মিনিট সময় পাবেন। তৃতীয় অংশের আলাপ হবে মূলত দ্বিতীয় অংশে আপনি যা বলেছেন, তার ওপর ভিত্তি করে। প্রশ্নকর্তা আপনাকে নানা রকম প্রশ্ন করবেন, বুদ্ধিমত্তার সঙ্গে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে।
লিসেনিং—লিসেনিং অংশে শিক্ষার্থীকে চারটি অডিও শোনানো হয়। কোনো অডিওতে হয়তো একাধিক মানুষের কথোপকথন থাকবে। আবার কোনোটায় একজনের কণ্ঠস্বরই শুনতে পাবেন, যিনি কোনো একটি নির্দিষ্ট বিষয় বর্ণনা করবেন। লিসেনিং অংশে বেশ কিছু বহুনির্বাচনী প্রশ্ন থাকে। কোথাও কোথাও এক শব্দ বা তিন শব্দে উত্তর দিতে বলা হয়। সব রকম উত্তর দেওয়ার জন্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে।
আরও পড়ুনআইইএলটিএস রাইটিংয়ে ব্যান্ড ৭ পেতে করণীয়৩১ ডিসেম্বর ২০২৪রিডিং—৩টি অনুচ্ছেদ পড়ে ৬০ মিনিটের মধ্যে আপনাকে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ আছে। নির্ধারিত অনুচ্ছেদ পড়ে ‘সত্য, মিথ্যা বা উল্লেখ নেই’—এমন মন্তব্যও করতে হবে। ‘ম্যাচিং সেনটেন্স এন্ডিংস’ ধরনের প্রশ্নে অনুচ্ছেদ পড়ে বাক্য শেষ করতে হবে। ‘সেনটেন্স কমপ্লিশন’ ধরনের প্রশ্নও থাকতে পারে। এ ছাড়া কোনো একটা অনুচ্ছেদ পড়ে আপনাকে টেবিল বা ফ্লোচার্ট পূরণ করতে হতে পারে।
রাইটিং—একাডেমিক রাইটিংয়ে ৬০ মিনিটে ২টি অংশ লিখতে হয়। প্রথম অংশে গ্রাফ, টেবিল, চার্ট বা ডায়াগ্রামসংশ্লিষ্ট একটি বিষয়ে আপনাকে লিখতে হবে। গ্রাফ বা টেবিলে উল্লেখিত তথ্যের ব্যাখ্যা ও সংক্ষিপ্ত বর্ণনা দিতে হয় ১৫০ শব্দের মধ্যে। পরীক্ষার দ্বিতীয় অংশে ৪০ মিনিটে ২৫০ শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। আপনার ভোকাবুলারি কতটা সমৃদ্ধ, ইংরেজি ভাষা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন কি না, রাইটিং অংশে তা-ই পরীক্ষা করা হয়।
কার্যকর প্রস্তুতির কৌশলগুলো হলো—১.
আইইএলটিএস পরীক্ষার ফরম্যাটের সঙ্গে নিজেকে পরিচিত করতে হবে শিক্ষার্থীদের।
*অফিশিয়াল আইইএলটিএস ওয়েবসাইট থেকে পরীক্ষার ফরম্যাট ও নির্দেশিকাগুলো বিস্তারিত পড়ে নিতে হবে।
*পরীক্ষার কাঠামো এবং সময়ের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য মক টেস্ট বা অনুশীলন পরীক্ষা দিন।
২. পড়াশোনার সময়সূচি তৈরি করুন
*প্রতিটি বিভাগের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করে একটি পরিকল্পনা তৈরি করতে হবে শিক্ষার্থীদের
*অগ্রগতির হিসাব রাখতে (প্রস্তুতির অগ্রগতি কেমন) দৈনিক বা সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করলে ভালো ফল মেলে।
৩. নিজের ভাষাদক্ষতা উন্নত করুন
*ইংরেজি সংবাদপত্র, ম্যাগাজিন ও একাডেমিক নিবন্ধ পড়ার মাধ্যমে নিজের শব্দভান্ডার ও ব্যাকরণ উন্নত করা যায়। এ চর্চা বেশ কাজের।
*লিসেনিংয়ের জন্য এবং বোঝার দক্ষতা উন্নয়নের জন্য ইংরেজি ভাষার সিনেমা এবং টিভি শো নিয়মিত দেখার সঙ্গে সঙ্গে পডকাস্টও শুনুন।
আরও পড়ুনডুওলিঙ্গো টেস্ট কী, প্রস্তুতি কীভাবে নেবেন১৫ এপ্রিল ২০২৪৪. নিয়মিত চর্চা করুন
*অফিশিয়াল আইইএলটিএস নমুনা পরীক্ষায় (মক টেস্ট) অংশগ্রহণ করুন।
*আইইএলটিএস প্রস্তুতির কোর্সে যোগ দিতে পারেন। আইইএলটিএস প্রস্তুতির অনলাইন অ্যাপও ব্যবহার করতে পারেন শিক্ষার্থীরা।
৫. লেখার দক্ষতা যেভাবে বাড়াবেন
*নিয়মিত প্রবন্ধ এবং রিপোর্ট লেখার অভ্যাস করুন।
*আপনার লেখার দক্ষতা উন্নত করতে শিক্ষক বা সমবয়সীদের কাছ থেকে মতামত নিন।
৬. সময়ের ব্যাপারে সচেতন হোন
*পরীক্ষায় সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাদ্দকৃত সময়সীমার মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার অনুশীলনের কোনো বিকল্প নেই।
৭. নিজের কথা বলার দক্ষতা বাড়ান
*স্থানীয় ভাষাভাষী বা বিদেশিদের সঙ্গে ইংরেজিতে কথা বলুন।
*আপনার সাবলীলতা মূল্যায়ন এবং উন্নত করতে আইইএলটিএস স্পিকিং প্রম্পটে আপনার প্রতিক্রিয়া রেকর্ড করুন।
৮. টেস্ট পরীক্ষা দিন
*প্রকৃত পরীক্ষার আগে নির্দিষ্ট সময়ে টেস্ট পরীক্ষা দিন।
*আপনার কর্মক্ষমতা বিশ্লেষণ করুন এবং উন্নতি প্রয়োজন এমন ক্ষেত্রগুলো চিহ্নিত করে কাজ করুন।
৯. পর্যালোচনা এবং সংশোধন করুন
*নিয়মিত আপনার নোট, অনুশীলন পরীক্ষা এবং দুর্বলতার ক্ষেত্র পর্যালোচনা করুন।
*ব্যাকরণের নিয়ম, শব্দভাণ্ডার এবং লেখার কৌশলগুলো বারবার পড়ুন।
১০. আত্মবিশ্বাসী থাকুন
*পরীক্ষার দিন শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে হবে। আত্মবিশ্বাস স্পিকিং বিভাগে আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। প্রস্তুতিই আইইএলটিএস পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি।
*এ কৌশলগুলো অনুসরণ করে আপনি আপনার ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে পারেন এবং উচ্চ স্কোর অর্জনের সম্ভাবনা বাড়াতে পারবেন।
কোথায় ও কীভাবে পরীক্ষা দেবেন
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও আইডিপি এডুকেশন থেকে আইইএলটিএস পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। প্রতি মাসেই নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে নির্দিষ্ট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কম্পিউটারনির্ভর (কম্পিউটার বেজড) বা কাগজনির্ভর (পেপার বেজড)—দুই ধরনের পরীক্ষা দিতে পারেন।
আরও পড়ুনআইইএলটিএস রিডিং পরীক্ষায় এক ঘণ্টায় সব প্রশ্নের উত্তর করার উপায় ০৯ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প রস ত ত প রস ত ত র এক ড ম ক পর ক ষ র ন পর ক ষ য় র জন য র পর ক আপন ক ত করত ধরন র আপন র
এছাড়াও পড়ুন:
জার্মানিতে সামার স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন
জার্মানির হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (Helmholtz Zentrum Berlin-HZB) তাদের এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬–এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এই আন্তর্জাতিক সামার স্টুডেন্ট প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ৮ সপ্তাহের গবেষণা ও কাজের সুযোগ দিচ্ছে।
প্রোগ্রাম সম্পর্কে
এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৬ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত। মোট ২০ জন স্নাতক শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে, যাঁরা নিজেদের গবেষণা প্রকল্পে বিজ্ঞানীদের তত্ত্বাবধানে কাজ করবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফোটন সায়েন্স, ফোটোভোলটাইকস, সোলার সেল, ইলেক্ট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ, কোয়ান্টাম ও ফাংশনাল ম্যাটেরিয়ালস এবং অ্যাক্সিলারেটর রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
–প্রোগ্রামটি সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
–আবেদনকারীদের অবশ্যই স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে; পিএইচডি শিক্ষার্থীরা যোগ্য নন।
–শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বিজ্ঞান, কাঠামোগত জীববিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানসম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত থাকতে হবে।
–কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পড়াশোনা সম্পন্ন করতে হবে।
–ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকতে হবে।
–ইংরেজিতে দক্ষতা আবশ্যক, তবে জার্মান ভাষা জানলে অগ্রাধিকার থাকবে।
–আবেদনকারীদের অবশ্যই একটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫সুযোগ-সুবিধা
–সব অংশগ্রহণকারী ৮ সপ্তাহের জন্য অফিশিয়াল ইন্টার্নশিপ কনট্র্যাক্ট পাবেন।
–বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম।
–আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ৯০০ ইউরো ভাতা, আর বার্লিন বা পটসডামের শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ইউরো।
–ভ্রমণব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত (ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ ইউরো এবং নন-ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ ইউরো) প্রদান করা হবে।
–ইন্টার্নরা আন্তর্জাতিক মানের ল্যাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, সঙ্গে থাকবে সাইট ভিজিট, ওয়ার্কশপ ও এক্সকারশন।
–সবচেয়ে বড় সুবিধা হলো আইইএলটিএস বা টোয়েফলের কোনো প্রয়োজন নেই।
আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা০৬ নভেম্বর ২০২৫প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
সর্বোচ্চ দুই পৃষ্ঠার একাডেমিক সিভি
বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট সার্টিফিকেট
রেফারেন্স লেটার
এনরোলমেন্ট ঘোষণাপত্র (বিশ্ববিদ্যালয়ের সিল ও স্বাক্ষরসহ)
পাসপোর্ট বা আইডি কার্ডের কপি
আবেদনপ্রক্রিয়া
পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
১. অফিশিয়াল ওয়েবসাইটে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
২. ফর্ম পূরণ করে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন জমাদানের শেষ তারিখ
১৪ ডিসেম্বর ২০২৫।
আরও পড়ুনআরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা ০৪ নভেম্বর ২০২৫